চাকুরিচ্যুত কর্মকর্তাদের চাকুরিতে বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে প্রাণ কোম্পানীর রংপুর জোনের সকল এস.আরগণ। রংপুর জোনের অতিরিক্ত ড্যামেজ প্রোডাক্ট কোম্পানীকে ফেরৎ দেয়ার কারণে এড়িয়া ম্যানেজার (টি.এস.এম) লাচ্চি গ্রুপের কামরুজ্জামান, বেভারেজ গ্রুপের মিনহাজুল ইসলাম, ড্রিংক গ্রুপের শফিকুল ইসলাম, পাওয়ার গ্রুপের হাসান আলীকে অন্যায়ভাবে চাকুরি থেকে বরখাস্ত করায় প্রতিবাদে গত বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্ত্বরে রংপুর জোনের সকল পিবিএল গ্রুপের এস.আরগণ সম্মিলিতভাবে প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, অতিরিক্ত ড্যামেজ প্রোডাক্ট কোম্পানীকে ফেরৎ দেয়ার কারণে চারজন টিএসএম কে চাকুরিচ্যুত হয়।
ড্যামেজ প্রোডাক্ট ফেরৎ দেওয়ার দায় শুধু চারজনের নয়, এস.আরদেরও দায় রয়েছে। ওই অপরাধে তাদের চাকুরিচ্যুত করা হলে সকল এসআরকে চাকুরিচ্যুাত করতে হবে। বক্তাগণ আরও বলেন, চাকুরিচ্যুত কর্মকর্তাদের চাকুরিতে বহাল না করা হলে রংপুর জোনের ডিলারগণ প্রাণ গ্রুপের প্রোডাক্ট বিক্রয় বন্ধ করে দিবেন। প্রোডাক্ট ড্যামেজ হওয়ার কারণে ড্যামেজ প্রোডাক্ট দোকান থেকে তুলে কোম্পানীকে ফেরৎ দেওয়ায় অন্যায়ভাবে ৪ জন এরিয়া ম্যানেজারকে চাকুরিচ্যুত মেনে নেয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে পরবর্তীতে আমরা কবল থেকে রক্ষা পাবো না। প্রতিবাদ সমাবেশে চাকুরিচ্যুতদের চাকুরিতে বহাল করাসহ ১২ দফা দাবি তুলেধরা হয়। বক্তাগণ আরও বলেন, দাবি মেনে না নেয়া পর্যন্ত কোম্পানীর সকল কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবো। প্রতিবাদ সমাবেশে রংপুর জোনের পিবিএল ৫ গ্রুপের প্রায় ৮০ জন এস.আর উপস্থিত ছিলেন।























