ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ৩২৯ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শনিবার (০১ জুন) পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- তরিকুল (৫৪), আজগর আলী (৩৬), অমল চন্দ্র বিশ্বাস (৩৭)।

র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন জায়গা থেকে হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ এর আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো। জব্দকৃত ৩২৯ গ্রাম হেরোইনের বাজারমূল্য ৩৩ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




















