মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে কোটা সংষ্কার আন্দোলনের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
মঙ্গলবার দুপুর আনুমানিক পৌনে বারো টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পস এরিয়ার বিতরে কোটার বৈষম্য বিরোধী আন্দোলন কর্মসূচি করেন।সে সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছে কোটার বিরোধে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংষ্কার এর দাবিতে বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থা কর্মসূচি করার প্রস্তুতি নিয়ে বাহির হবার পূর্বমুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যালয়ের সকল কর্যক্রম বন্ধ ঘোষনা করেন।তাছাড়া পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন সঙ্গে কথা বলেছে বলেও জানায় সূত্রটি। সূত্র আরো জানায়,সকল কার্যকর বন্ধ ঘোষণার পর পর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালের গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়েদেয়ার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।শিক্ষার্থীরা দেখতে পান বিশ্ববিদ্যালয়ের বাহিরে পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের উপস্থিতি এবং গেট তালাবদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের বিতরে আন্দোলন করে শিক্ষার্থীরা।
তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র আরো জানায়,আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতারা হুমকি দিচ্ছে।ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বাড়িরে যাতে বাহির হতে না পারে।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের ছাত্র সহ আরো একাধিক শিক্ষার্থী বলেন,আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে এসে সাধারণ ছাত্র-ছাত্রীরা প্রস্তুতি গ্রহণ করি। আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি করব। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাশাসন ক্যাম্পাসের বেতরে প্রবেশ করার সকল গেইট তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়। সে কারণে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে পারিনি। তবে ক্যাম্পাসের বেতরে দুপুর ১২টার পর প্রায় ৩০ মিনিট পর্যন্ত কোটাবিরোধী শ্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাই। এই কোটাবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র-ছাত্রীরা একাত্মতা প্রকাশ করেছে। এ ছাড়া তিনি আরো বলেন গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যতখন না আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নিবে ততখন প্রর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তবে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন জনগণের জান মালের নিরাপত্তার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান করি। তবে কোন ছাত্র আন্দোলনকে বাঁধা প্রদান করিনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি (তদন্ত) আক্তার উজ জামান জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতরে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিল করে। তবে সেটি বেশিখন ছিল।




















