সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরে ২০০৫ সালে স্থায়ী হন সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ১৯৮৪ সালে জেলা জজ আদালত, ১৯৮৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং ২০০২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।
শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবার(১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।
শনিবার (১০ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন। এরপর রাতে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
























