জেলা ভিক্তিক সাম্য ও মানবিক সমাজ বির্নিমাণের লক্ষে ফেনীতে যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয় যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ যৌথসভায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক সমাজ বির্নিমাণের লক্ষ বিএনপির। সেই লক্ষ বাস্তবায়নে জেলা নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেয়া হচ্ছে।
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহর সঞ্চালনায় আরো অতিথি ছিলেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খন্দকার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস, এম কাওসার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মিলন প্রমুখ।























