উপজাতি রাখাইন ভাষাভাষী হয়েও বাংলা ভাষা শিক্ষার উজ্জ্বল দক্ষতার অনন্য নাম মাসিন রাখাই। কক্সবাজারের মত অনুন্নত শহরে ৭০ দশকে তিনি জ্ঞানের মশাল হাতে নিয়ে আলো ছড়াতে অগ্রণী ভূমিকা রাখেন। একজন রাখাইন ভাষাভাষী হয়েও বাংলায় পড়া লেখা করে বাংলায় শিক্ষকতা করে বাংলা ভাষায় জ্ঞানের আলো ছড়িয়েছেন এই শহরে। উপজাতি রাখাইনদের মধ্যে তিনি সর্বপ্রথম কক্সবাজারে গ্রাজুয়েশন করা মাসিন রাখাইন।
মাসিন রাখাইনের সাথে সবুজ বাংলার স্টাফ রিপোর্টার কথা বললে তিনি আবেগ তাড়িত হয়ে পড়ে। ভাড়ে নুয়ে পড়া ৭৫ বছর বয়সী মাসিন বলেন, একজন রাখাইন হয়েও কক্সবাজারে বাংলা ভাষায় পড়তে গিয়ে এবং বাংলা ভাষায় পড়াতে গিয়ে কত কিছুর সম্মুখীন হয়েছি তা বলে বোঝাতে পারবো না। বর্তমান সময়ে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা শিক্ষক ছাত্রদের পড়ালেখার মান দেখলে অবাক হয়। আমি এখনো আমার বাড়ির আশেপাশের ছেলে মেয়েরা পড়ালেখা করলে রাতে গিয়ে তাদের দেখে আসি কেমনভাবে পড়ছে কিভাবে পড়ছে।
আমরা প্রাইভেট পড়তাম না। ভালোভাবে বুঝিয়ে পড়াতাম। স্কুল ছুটির পর এলাকায় পাড়ায় মহল্লায় গিয়ে ছাত্রদের বাসা বাসায় গিয়ে খোঁজখবর নিতাম এবং তাদেরকে পড়া দেখিয়ে দিতাম। স্কুলে না আসলে বাসা থেকে গিয়ে নিয়ে আসতাম। আমি প্রধান শিক্ষক হওয়ার পর বেতনের অর্ধেক টাকা ছাত্র-ছাত্রীদের জন্যই খরচ করেছি।
দুপুর ছুটির পর দেখা যাচ্ছে বাসায় খেতে গেলে আর আসে না। বাবা মা খাবার দিতে না পারলে তার আর আসতো না। অনেক চিন্তার পর শেষমেশ অনেক দুর্বল ছাত্র-ছাত্রীদেরকে টিফিন করাইতাম। বাসায় যেতে দিতাম না। এভাবে আমরা ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখা করিয়েছি।
মাসিন রাখাইনের জন্ম ১৯৫১সালের ১ জানুয়ারি, কক্সবাজারের টেক পাড়ার হাঙ্গর পাড়ায় জন্মগ্রহণ করেন।
১৮৮২ সালে প্রতিষ্ঠিত বার্মিজ স্কুল স্কুল নামে একটি বেসরকারি স্কুলে ১৯৫৬ সালে মর্নিং শিফটে রাখাইন ভাষা শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হন।
উল্লেখ্য যে বেসরকারি এই বার্মিজ স্কুলটিতে দুই শিফটে পাঠদান করা হয়। এই অঞ্চল রাখাইন অধ্যুষিত হওয়ায়। রাখাইন ভাষা শিক্ষা দানের জন্য মর্নিং শিফট এবং বাংলা ও অন্যান্য শিক্ষার জন্য ডে শিফট চালু ছিলো। মাসিন রাখাইন পড়ালেখা ভাল হওয়ায়, শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে একজন ভালো ছাত্রী হিসাবে। শিক্ষকদের অনুরোধে মাসিনের বাবা, বাংলা শিক্ষায় ভর্তি করান। স্কুল থেকে সফলতারসহিত প্রাইমারি স্কুল শেষ করে ১৯৬১ সালে ষষ্ঠ শ্রেণীতে কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ভর্তি হন। ১৯৬৬ সালে তিনি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। ১৯৬৮ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে আই এ ও ১৯৭০ সালে বিএ পাশ করেন। ১৯৭৭ সালে পিটিআই পরীক্ষণ বিদ্যালয় হতে সফলতার স্বাক্ষর রাখেন।
মাসিন রাখাইন শিক্ষকতা শুরু করেন ১ সেপ্টেম্বর ১৯৭০ সালে সহকারী শিক্ষক হিসেবে তার পড়ালেখার হাতেকড়ি বার্মিজ প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৬ মে ১৯৯০ সাল পযন্ত দীর্ঘ ৩০ বছর শুভ সহকারী শিক্ষক হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ১৭ মে ১৯৯০ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন। ২৬ নভেম্বর ১৯৯১ সালে তিনি পুনরায় বদলি হয়ে তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষকতা পেশা শুরু করেছেন। বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। এই স্কুল থেকে ৩০ ডিসেম্বর ২০০৭ সালে তিনি শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন।


























