তৃতীয় বর্ষে পা রাখল দেশের অন্যতম বাংলাদেশ ও বাঙালির মুখপত্র দৈনিক ‘সবুজ বাংলা’। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলের ‘ইব্রাহীম চেম্বার’ এর চতুর্থ তলায় দিনব্যাপী জমকালো আয়োজনের মাধ্যমে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের আঙিনায় ছিল উৎসবের আমেজ। বর্ণাঢ্য এ আয়োজনে মিলিত হন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাবেক ও বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, কবি, শিল্পী, সাহিত্যিক, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা স্তরের মানুষ। এ সময় এক মিলমেলায় পরিণত হয় ‘সবুজ বাংলা’ কার্যালয়।

সবুজ বাংলার সম্পাদক ও প্রকাশক গাজী মো. শফিকুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবেদ রাজা। এ সময় বর্ণিল আয়োজনে দৈনিক সবুজ বাংলার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদক ও প্রকাশক গাজী মো. শফিকুল হকের সভাপতিত্বে কেক কাটছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবেদ রাজা।

উপস্থিত ছিলেন ব্যারিস্টার পুলক, খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি গণমাধ্যমকর্মী কাজী ইমরুল কবির সুমন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী শহীদুল আলম, উপস্থিত ছিলেন এসএ স্বর্ণপদকজয়ী বক্সার আল-আমিন, ব্যাডমিন্টনের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহ খান, হ্যান্ডবল ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি গণমাধ্যমকর্মী ইমরুল সুমন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী শহীদুল আলমসহ আরও অনেকে।

এছাড়া শুভেচ্ছা জানাতে এসেছিলেন জাতীয় নারী ও অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন, বাংলাদেশে রাগবি খেলা প্রচলনকারী ও বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মৌসুম আলী, কবি ও সাহিত্যিক আতিকুর রহমান, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক ও ক্রীড়া সম্পাদক সন্তোষ রাজবংশী, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের পক্ষে শুভ তঞ্চঙ্গ্যা।

উপস্থিত ছিলেন সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান সামস, প্রশাসনিক তত্ত্বাবধায়ক টিপু সুলতান, সহযোগী ব্যবস্থাপনা সম্পাদক প্রকৌশলী গাজী মো. আজহারুল হক, যুগ্ম বার্তা সম্পাদক এটিএম আতিকুর রহমান, ময়মনসিংহ ব্যুরো চিফ জয়নাল আবেদীন, কুড়িগ্রাম রাজারহাট প্রতিনিধি মোশারফ হোসেন, অনলাইন ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, প্রধান প্রতিবেদক এসএম দেলোয়ার হোসেন, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, ক্রীড়া বিভাগীয় প্রধান শাখাওয়াত হোসেন, মাল্টিমিডিয়া বিভাগের নাহিয়ান আবদুল্লাহ। সাইমুন ইসলাম সাগর, মাহিনুর রহমান মাহিন, সাখাওয়াত হোসেন, মুশফিকুর রহমান, সিয়াম আলমগীর, হেলাল উদ্দিন, রিয়াদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কর্মরতরা আমন্ত্রিতদের স্বাগত জানান।
বিকেলে কেক কেটে ও বেলুন ফুটিয়ে অনাড়ম্বর এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথিরা সবুজ বাংলা’র পথচলার প্রশংসা করেন। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের জনগণের কথা বলবে, রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল, সাহসী ও জনস্বার্থনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশের গণমাধ্যম জগতের এই ক্রান্তিলগ্নে একদিকে সবুজ, আরেকদিকে বাংলা, দুটি সমন্বয়ে এক পত্রিকাটি দেশ ও জাতির প্রত্যাশা পূরণে আরও বহুদূর এগিয়ে যাবে। যার যার অবস্থান থেকে ‘সবুজ বাংলা’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বক্তারা। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক আবেগী উচ্চারণ, ‘মহান বিজয়ের এ দিনে তৃতীয় বর্ষে পা রেখে সমাজের সকল অন্যায়-অপরাধ তুলে ধরতে অদম্য শক্তি আর সাহসের সঙ্গে বীরদর্পে সামনের দিকে এগিয়ে যাবে।


























