১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনের কথা ও সুরে বাবুর  ‘জাত মানেনা পিরিত

যশোরের কৃতি সন্তান এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী সুরকার গীতিকার স্বাধীন বাবু র কথা ও সুরে নতুন গান নিয়ে আসছেন দেশ বরেণ্য অভিনয় শিল্পী ও জনপ্রিয় কন্ঠ শিল্পী ফজলুর রহমান বাবু।গানের  শিরোনাম দেয়া হয়েছে ‘জাত মানেনা পিরিত জানি’। গানটি রেকর্ড হয়েছে মগবাজারের একটি স্টুডিওতে। ভিডিও নির্মাণ করেছেন স্বাধীন বাবু । চ্যানেল ডট প্রডাকশনের ব্যানারে গানটি নির্মিত হয়েছে।
‘জাত মানেনা পিরিত’ গানের সুরকার ও গীতিকার স্বাধীন বাবু জানিয়েছেন ,জাত ভেদাভেদ ভেঙে দুটি মন কাছে এসেছে। তারা ভালবেসেছে।অবশেষে তাদের কি দশা হয়েছে, তাই বোঝানোর চেষ্টা করেছি।
গানটি চরম একটি বিরহের সুরে গেঁথেছি। আশাকরি গানটি শ্রোতাদের মন জয় করবে। জনপ্রিয় অডিও ভিডিও প্রয়োজনা প্রতিষ্ঠান ড্রিম টাচ্ মিডিয়ার ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল পাঁচ টায়। গানের মিউজিক কম্পোজ করেছেন অপু রায়হান।
জনপ্রিয় সংবাদ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

স্বাধীনের কথা ও সুরে বাবুর  ‘জাত মানেনা পিরিত

আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
যশোরের কৃতি সন্তান এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী সুরকার গীতিকার স্বাধীন বাবু র কথা ও সুরে নতুন গান নিয়ে আসছেন দেশ বরেণ্য অভিনয় শিল্পী ও জনপ্রিয় কন্ঠ শিল্পী ফজলুর রহমান বাবু।গানের  শিরোনাম দেয়া হয়েছে ‘জাত মানেনা পিরিত জানি’। গানটি রেকর্ড হয়েছে মগবাজারের একটি স্টুডিওতে। ভিডিও নির্মাণ করেছেন স্বাধীন বাবু । চ্যানেল ডট প্রডাকশনের ব্যানারে গানটি নির্মিত হয়েছে।
‘জাত মানেনা পিরিত’ গানের সুরকার ও গীতিকার স্বাধীন বাবু জানিয়েছেন ,জাত ভেদাভেদ ভেঙে দুটি মন কাছে এসেছে। তারা ভালবেসেছে।অবশেষে তাদের কি দশা হয়েছে, তাই বোঝানোর চেষ্টা করেছি।
গানটি চরম একটি বিরহের সুরে গেঁথেছি। আশাকরি গানটি শ্রোতাদের মন জয় করবে। জনপ্রিয় অডিও ভিডিও প্রয়োজনা প্রতিষ্ঠান ড্রিম টাচ্ মিডিয়ার ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল পাঁচ টায়। গানের মিউজিক কম্পোজ করেছেন অপু রায়হান।