হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। ৬১ বয়সী এই গায়কের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি বোধ করলে রাত দুইটার দিকে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তার। বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। আপতত তাকে বিশ্রামে থাকতে হবে।
নচিকেতার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, ‘বাবার শরীর এমনি ভালোই ছিল। অনুষ্ঠানও করেছে অনেকগুলো। হঠাৎই শরীর খারাপ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। একমুহূর্তও দেরি করিনি। ফলে তেমন সমস্যা হয়নি। হার্টের একটা সমস্যা হচ্ছিল। তবে এখন আগের চেয়ে অনেকটা ভালো।’
আজ রোববারই আসানসোলে একটি অনুষ্ঠান ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের অনুষ্ঠানও বাতিল হয়েছে।
এমআর/সবা


























