বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো.তাহের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। রবিবার (২০ অক্টোবর) রাতে কাশিনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরো বলেন-বিগত পনেরো বছরে আওয়ামী শাসনামলে চৌদ্দগ্রাম উপজেলা’য় চাঁদাবাজি,টেন্ডারবাজি,দূর্নীতি ও জুলুমবাজী চালানোর পাশাপাশি এরা ফুটফুটে যুবক শিবির কর্মী শাহাবুদ্দিনকে বাবা-মায়ের কাছ থেকে ডেকে নিয়ে হত্যা করে। শুধু শাহাবুদ্দিনকে নয়, আওয়ামীলীগ চৌদ্দগ্রাম উপজেলা’র বহু জামায়াত-শিবির কর্মীদের উপর গুম হত্যাকান্ড চালিয়েছে। হাজারো মানুষের, বাবা-মা-বোনদের, শিশুর কান্নার রোল আল্লাহর আরশে পৌঁছে গেছে। যার ফলেই দেশের ছাত্র-জনতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। চৌদ্দগ্রামের সকল শ্রেণীর মানুষদের পাশে নিয়ে চাঁদাবাজী,সন্ত্রাসী ও জুলুমবাজদের প্রতিহত করা হবে। ডা.মুহাম্মদ ফজলুর রহমান মজুমদারের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহ্ফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন- ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা’র প্রধান মুহাদ্দিস ড.মুফতি আবুল কালাম আজাদ বাশার। বিশেষ মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন-ড.মোস্তফা হোসাইন শাহীন আজহারী পিএইচডি.ইউনিভার্সিটি অব মালায়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী’র আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান,সেক্রেটারী বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম উপজেলা’র সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা মো.আক্তারুজ্জামান, মহানগর জামায়াত ইসলামী’র সহকারী সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা। সঞ্চালনা করেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিনগর ইউনিয়নের আমীর মাওলানা মোহাম্মদ মহসীন কবির,সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শাহ আলম। তাফসীরুল কুরআন মাহফিলে কুরান তেলায়াত করেন অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন।


























