রাজারহাটে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি জালিয়াতি সহ নিয়োগ বাণিজ্যের অভিযোগে তদন্ত কমিটি গঠন। উপজেলার সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী সহ এলাকাবাসী গণ। অভিযোগের আলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। মঙ্গলবার ১২ নভেম্বর সকাল এগারোটায় তারা সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে উক্ত অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখেন। তদন্ত চলাকালে বিদ্যালয়ের বাইরে শতশত এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকারের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের ছোট বোন সেলিনা আক্তারের অবৈধ নিয়োগে উত্তোলনের সমূদয় বেতন ভাতা রাজস্ব খাতে ফেরত দেবার দাবিও তোলেন। এছাড়া একই জমি চায়নাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ে লিখে দেওয়ার অভিযোগ সহ সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নামীয় জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বিএনপি নেতা ও ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন -“প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকারের লাগামহীন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। জালিয়াতির আশ্রয় নিয়ে তার ছোট বোন সেলিনা আক্তারের নিয়োগ সহ বিদ্যালয়কে নিয়োগ বাণিজ্যের আখড়ায় পরিণত করেছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকারের সঙ্গে কথা বলতে গেলে তিনি মিডিয়ায় সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান।
অভিযোগ তদন্তকারী সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান বলেন “ অভিযোগকারীর লিখিত জবানবন্দির ভিত্তিতে উভয়পক্ষের উপস্থিতিতে অভিযোগে আনিত বিষয়ে আমরা নথিপত্র খতিয়ে দেখেছি। এসব বিষয় উর্ধতন কর্তৃপক্ষের নিকট পেশ করা হবে ওনারা যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে”।


























