ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস বাংলাদেশের প্রথম আইটি নির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি থেকে অনুমোদন লাভ করে। এটি পিএইচপি গ্রুপের পিএইচপি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হচ্ছে। ইংরেজি বিভাগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্দোগে আগামী ১৭ ডিসেম্বর পিঠা উৎসব, ইংরেজি রচনা লিখন প্রতিযোগিতা (কলেজ স্টুডেন্ট) ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর.ড.আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর.ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ জানাব মো. কামরুল হাসান, লিবারেল আর্টস এবং সমাজ বিজ্ঞান অনুষদ এর ডিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা আফসানা ফেরদৌসী সহ প্রমুখ এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিস. নাঈমা আফরিন। অনুষ্ঠানটিতে অন্যতম মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সবুজ বাংলা। বিষয়টি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা জনাব শুভ দাস দৈনিক সবুজ বাংলাকে নিশ্চিত করেন।
শিরোনাম
মিডিয়া পার্টনার দৈনিক সবুজ বাংলা
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১০:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 211
জনপ্রিয় সংবাদ

























