ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের সামরিক হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) আজ একটি জরুরি বৈঠকে বসছে। ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে এই বৈঠক হবে। এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান। তাতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সূত্র বলছে, ইরান মূলত একটি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল, যাতে ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানানো হয়। তবে কূটনৈতিক পর্যায়ে পর্যাপ্ত সমর্থন না থাকায়, ইরান এখন একটি সাধারণ বিবৃতি গ্রহণের দিকে ঝুঁকেছে- যেখানে ইসরাইলি হামলার নিন্দা অন্তর্ভুক্ত থাকবে। ওদিকে ইরান ও ইসরাইল একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইল সম্প্রতি ইরানের নাতানজ ও ফোরদো পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। আইএইএ’র পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি কাঠামোর আওতায় কোনো দেশের পারমাণবিক কার্যক্রম সামরিকভাবে আঘাত হানা কখনোই গ্রহণযোগ্য নয়। ইরান বলছে, এই হামলার আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো উচিত। তবে বর্তমান ভূ-রাজনৈতিক অবস্থার কারণে এমন একটি নিন্দা প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক হয়তো কোনো তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারবে না। কারণ দুই দেশই একে অপরের ভূখণ্ডে পাল্টা হামলা চালাতে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এমআর/সব
শিরোনাম
জরুরি বৈঠকে বসছে আইএইএ বোর্ড
-
সবুজ বাংলা অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০২:৩১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- ।
- 88
জনপ্রিয় সংবাদ
























