০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১২ বছর পর গলে টেস্ট ড্র, টাইগারদের প্রাপ্তির পাল্লা ভারী

ড্র–তে শেষ হলো বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজের গল টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট গড়াবে কলম্বোতে, শুরু হবে ২৫ জুন।
তাইজুল ইসলাম জোরালো আবেদন করেছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি ধনাঞ্জয়া ডি সিলভাকে। রিভিউ নিয়েও দেখা গেল, বল ছুঁয়ে যায়নি ব্যাট। দিনের খেলার তখনও ৫ ওভার বাকি। তবে ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরা শুরু করেন ড্রেসিংরুমে।
১২ বছর পর গলে কোনো টেস্ট ড্র হলো। ২০১৩ সালে আগের ঘটনাটিও ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার, মাঝে চলে গেছে ২৬ ম্যাচ। এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের ৭টি ড্র হয়েছে।
৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ শেষদিন শুরু করেছিল বাংলাদেশ। ঘণ্টাখানেক খেলা হওয়ার পর বৃষ্টি নেমে আসে। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা। শুরু হওয়ার পর বাংলাদেশ আবার ব্যাটিংয়ে নামে। প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও নাজমুল সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ২৮৫ রানে গিয়ে।
২৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার ৪ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ৩টিই পেয়েছেন তাইজুল ইসলাম।
বৃষ্টি ও দেরিতে ইনিংস ঘোষণার আক্ষেপ: গল টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টি বাগড়া দেয়। শেষ দিনও ছিল বৃষ্টি। এতে দুই সেশনের খেলা ভেসে যায়। বাংলাদেশ দলও নির্ভার থেকে ইনিংস ঘোষণার দিকে মনোযোগ দেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। প্রথম ইনিংসের ১০ রানের লিড যোগ করে লঙ্কানদের ২৯৬ রানের লক্ষ্য দেয়। শেষ দিন স্বাগতিকরা ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করলে টেস্ট ড্র হয়। বাংলাদেশ আরও কিছু আগে বা ২৫০ রানের মতো লিড নিয়ে ইনিংস ঘোষণা করলে টেস্টের চিত্র ভিন্ন হতেও পারত।
অধিনায়ক শান্তর জোড়া সেঞ্চুরি: গল টেস্টে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত জোড়া সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে তিনি ২৭৯ বল খেলে ১৪৮ রানের ইনিংস খেলেন। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে শান্ত ১৯৯ বল খেলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারে শান্তর এটি দ্বিতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরি এবং সপ্তম টেস্ট সেঞ্চুরি। ড্র গল টেস্টে শান্তর এই জোড়া সেঞ্চুরি বাংলাদেশের বড় প্রাপ্তি।

মুশফিকের রানে ফেরা: টি-২০’র পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। আকড়ে ধরে রাখা টেস্টেও সময়টা ভালো যাচ্ছিল না তার। ১৩ ইনিংসে ছিল না কোন ফিফটি। ওই মুশফিক গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন। অভিজ্ঞ মুশফিকের রানে ফেরা গল টেস্টে বাংলাদেশ দলের বড় প্রাপ্তি।
নাঈমের ফাইফারে প্রথম ইনিংসে লিড: গল টেস্টের প্রথম ইনিংসে শান্ত-মুশফিকের সেঞ্চুরি ও লিটন দাসের ৯০ রানে ভর করে বাংলাদেশ ৪৯৫ রান তোলে। ওই রান পেরিয়ে লিড নেওয়ার পথে ছিল শ্রীলঙ্কা। দলটির ওপেনার পাথুম নিশাঙ্কা ১৮৭ রান করে আউট হন। তাকে ডাবল সেঞ্চুরি বঞ্চিত করে ও কামিন্দু মেন্ডিসকে (৮৭) সেঞ্চুরি করে বাংলাদেশ ১০ রানের লিড নেয়। ওই লিড পেতে বড় ভূমিকা রাখেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। তিনি ৪৩.২ ওভার বোলিং করে ১২১ রান দিয়ে ৫ উইকেট নেন। শেষ ২০ রানে ৪ উইকেট নিয়ে লিড পায় বাংলাদেশ।
বৃষ্টি নিয়ে শান্তর আক্ষেপ, ধনাঞ্জয়া বললেন- সুযোগ দেয়নি বাংলাদেশ: ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত জানান, বৃষ্টির কারণে তাদের পরিকল্পনা বদলাতে হয়েছে। বৃষ্টির মতো বিষয় তাদের হাতে নেই। দারুণ ব্যাটিং করা মুশফিকের প্রশংসা করেছেন তিনি। দারুণ বোলিং করা নাঈমকে নিয়মিত সুযোগ দিতে না পারা নিয়েও আক্ষেপ করেছেন।
লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকের রহিমের প্রশংসা করেছেন। তার মতে, বাংলাদেশ তাদের ম্যাচে ফেরার কোন সুযোগ দেয়নি, ‘প্রথম ইনিংসে বোলাররা বেশি রান দিয়েছে ফেলেছে। অবশ্য মুশফিক ও শান্ত যেভাবে ব্যাটিং করেছে, আমরা ম্যাচে ফেরার সুযোগই পাইনি। ম্যাথুসের নেতৃত্বে আমার টেস্ট অভিষেক হয়েছিল। আমার নেতৃত্বে তিনি বিদায় নিলেন। লঙ্কান ক্রিকেটে আজ দুঃখের দিন।’
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

১২ বছর পর গলে টেস্ট ড্র, টাইগারদের প্রাপ্তির পাল্লা ভারী

আপডেট সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ড্র–তে শেষ হলো বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজের গল টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট গড়াবে কলম্বোতে, শুরু হবে ২৫ জুন।
তাইজুল ইসলাম জোরালো আবেদন করেছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি ধনাঞ্জয়া ডি সিলভাকে। রিভিউ নিয়েও দেখা গেল, বল ছুঁয়ে যায়নি ব্যাট। দিনের খেলার তখনও ৫ ওভার বাকি। তবে ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরা শুরু করেন ড্রেসিংরুমে।
১২ বছর পর গলে কোনো টেস্ট ড্র হলো। ২০১৩ সালে আগের ঘটনাটিও ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার, মাঝে চলে গেছে ২৬ ম্যাচ। এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের ৭টি ড্র হয়েছে।
৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ শেষদিন শুরু করেছিল বাংলাদেশ। ঘণ্টাখানেক খেলা হওয়ার পর বৃষ্টি নেমে আসে। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা। শুরু হওয়ার পর বাংলাদেশ আবার ব্যাটিংয়ে নামে। প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও নাজমুল সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ২৮৫ রানে গিয়ে।
২৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার ৪ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ৩টিই পেয়েছেন তাইজুল ইসলাম।
বৃষ্টি ও দেরিতে ইনিংস ঘোষণার আক্ষেপ: গল টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টি বাগড়া দেয়। শেষ দিনও ছিল বৃষ্টি। এতে দুই সেশনের খেলা ভেসে যায়। বাংলাদেশ দলও নির্ভার থেকে ইনিংস ঘোষণার দিকে মনোযোগ দেয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে। প্রথম ইনিংসের ১০ রানের লিড যোগ করে লঙ্কানদের ২৯৬ রানের লক্ষ্য দেয়। শেষ দিন স্বাগতিকরা ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করলে টেস্ট ড্র হয়। বাংলাদেশ আরও কিছু আগে বা ২৫০ রানের মতো লিড নিয়ে ইনিংস ঘোষণা করলে টেস্টের চিত্র ভিন্ন হতেও পারত।
অধিনায়ক শান্তর জোড়া সেঞ্চুরি: গল টেস্টে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত জোড়া সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে তিনি ২৭৯ বল খেলে ১৪৮ রানের ইনিংস খেলেন। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে শান্ত ১৯৯ বল খেলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারে শান্তর এটি দ্বিতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরি এবং সপ্তম টেস্ট সেঞ্চুরি। ড্র গল টেস্টে শান্তর এই জোড়া সেঞ্চুরি বাংলাদেশের বড় প্রাপ্তি।

মুশফিকের রানে ফেরা: টি-২০’র পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। আকড়ে ধরে রাখা টেস্টেও সময়টা ভালো যাচ্ছিল না তার। ১৩ ইনিংসে ছিল না কোন ফিফটি। ওই মুশফিক গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন। অভিজ্ঞ মুশফিকের রানে ফেরা গল টেস্টে বাংলাদেশ দলের বড় প্রাপ্তি।
নাঈমের ফাইফারে প্রথম ইনিংসে লিড: গল টেস্টের প্রথম ইনিংসে শান্ত-মুশফিকের সেঞ্চুরি ও লিটন দাসের ৯০ রানে ভর করে বাংলাদেশ ৪৯৫ রান তোলে। ওই রান পেরিয়ে লিড নেওয়ার পথে ছিল শ্রীলঙ্কা। দলটির ওপেনার পাথুম নিশাঙ্কা ১৮৭ রান করে আউট হন। তাকে ডাবল সেঞ্চুরি বঞ্চিত করে ও কামিন্দু মেন্ডিসকে (৮৭) সেঞ্চুরি করে বাংলাদেশ ১০ রানের লিড নেয়। ওই লিড পেতে বড় ভূমিকা রাখেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। তিনি ৪৩.২ ওভার বোলিং করে ১২১ রান দিয়ে ৫ উইকেট নেন। শেষ ২০ রানে ৪ উইকেট নিয়ে লিড পায় বাংলাদেশ।
বৃষ্টি নিয়ে শান্তর আক্ষেপ, ধনাঞ্জয়া বললেন- সুযোগ দেয়নি বাংলাদেশ: ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত জানান, বৃষ্টির কারণে তাদের পরিকল্পনা বদলাতে হয়েছে। বৃষ্টির মতো বিষয় তাদের হাতে নেই। দারুণ ব্যাটিং করা মুশফিকের প্রশংসা করেছেন তিনি। দারুণ বোলিং করা নাঈমকে নিয়মিত সুযোগ দিতে না পারা নিয়েও আক্ষেপ করেছেন।
লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকের রহিমের প্রশংসা করেছেন। তার মতে, বাংলাদেশ তাদের ম্যাচে ফেরার কোন সুযোগ দেয়নি, ‘প্রথম ইনিংসে বোলাররা বেশি রান দিয়েছে ফেলেছে। অবশ্য মুশফিক ও শান্ত যেভাবে ব্যাটিং করেছে, আমরা ম্যাচে ফেরার সুযোগই পাইনি। ম্যাথুসের নেতৃত্বে আমার টেস্ট অভিষেক হয়েছিল। আমার নেতৃত্বে তিনি বিদায় নিলেন। লঙ্কান ক্রিকেটে আজ দুঃখের দিন।’
এমআর/সব