খেলাধুলায় শিশু-কিশোর, তরুণ-যুবাসহ সর্বস্তরের মানুষদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো অলিম্পিক ডে রান-২০২৫। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) সকালে বন্দরনগরীর সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়াম থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি র্যালি শুরুর আগে স্টেডিয়াম ফটকে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, সিনিয়র সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন, বিসিবি পরিচালক মনজুর আলম মন্ধসঢ়;জু, বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীন, সদস্য শাহনেওয়াজ রিটন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, এনামুল হক, সরোয়ার আলম মনি, শওকত হোসেন এবং সাংবাদিক জাকির হোসেন লুলু ও নজরুল ইসলামসহ ক্রীড়া সংগঠক, কৃতী ক্রীড়াবিদ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।র্যালিটি স্টেডিয়াম ফটক থেকে বের হয়ে সাগরিকা সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্টেডিয়ামে গিয়ে মিলিত হয়। র্যালিতে অংশ নিয়ে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে নিজেদের সুস্থ রাখার পাশাপাশি সমাজের অনেক অসঙ্গতি দূর হয়। তাই তরুণ-যুবাদেরকে ক্রীড়ায় আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ নির্মাণে সবার ব্যাপক ভূমিকা রাখতে হবে।
শিরোনাম
চট্টগ্রামে অলিম্পিক ডে রান উদযাপন
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৬:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- ।
- 115
জনপ্রিয় সংবাদ


























