০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

জয়ে চোখ ‘স্থায়ী অধিনায়ক’ মিরাজের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনে গতকাল কলম্বোর প্রতীকী স্বাধীনতা চত্তরে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মেহেতী হাসান মিরাজ। ছবি : বিসিবি

টেস্ট সিরিজ শেষ। এবার ওয়ানডেতে মুখোমুখি হওয়ার পালা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবারের দ্বিপক্ষীয় সিরিজে তিনটি ওয়ানডে খেলবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ম্যাচটি। দিবারাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। দুই দলের এটি একাদশতম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগের দশটি দ্বিপক্ষীয় সিরিজের ছয়টিতে শ্রীলঙ্কা জিতেছে। বাংলাদেশের জয় দুটিতে। দুটিতে সিরিজ অমীমাংসিত থেকে। এছাড়া মহাদেশীয়, বৈশ্বিক প্রতিযোগিতা মিলিয়ে দুই দল ৫৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে সাফল্যের হার বেশি শ্রীলঙ্কারই। ৪৩ ম্যাচে জিতেছে তারা। বাংলাদেশ তাদের হারাতে পেরেছে ১২ ম্যাচে। ২ ম্যাচে কোনো ফল আসেনি। তবে অতীতের পরিসংখ্যানের সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যবধান রয়েছে। দুই দলের সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজ বাংলাদেশ জিতেছে। এছাড়া শেষ ৯ মুখোমুখি লড়াইয়ের ৫টিতেই জিতেছে বাংলাদেশ। যেখানে ২০২৩ সালের দিল্লির বিশ্বকাপের ম্যাচও রয়েছে। টাইমড আউটের কারণে যে ম্যাচ স্বর্ণাক্ষরে লেখা আছে।

লম্বা সময় পর বাংলাদেশ এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে। সবশেষ ২০১৭ সালে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিল সফর। গলে প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ পারফর্ম করেছিল। একটু সাহসিকতা দেখালে ম্যাচটা নিজেদের পক্ষেও আনতে পারত। কিন্তু কলম্বোর এসএসসিতে দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। যার ফলে টেস্ট সিরিজ হারতে হয় ১-০ ব্যবধানে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে একটি পরাজয়কে সঙ্গী করে বাংলাদেশ। এবার ওয়ানডের পালা। দুই বছর পর বাংলাদেশ শ্রীলঙ্কায় ওয়ানডে খেলবে। সবশেষ এশিয়া কাপে দুই দলের দেখা হয়েছিল। এরপর দিল্লি ও চট্টগ্রামে চার ওয়ানডে খেলে দুই দল। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে মেহেদী হাসান মিরাজের। শান্তর কাছ থেকে অধিনায়কত্ব ‘ছিনিয়ে’ মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত ভালোভাবে নেননি শান্ত। এজন্য টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন। যা নিশ্চিতভাবেই মিরাজের ওপর বাড়তি চাপ তৈরি করতে যাচ্ছে। মিরাজকে এর আগেও অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে শান্তর অনুপস্থিতিতে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। যেখানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার মিরাজ যুগ পাকাপাকিভাবে শুরু হতে যাচ্ছে। এবার তার অধীনে বাংলাদেশ কেমন করে সেটাই এখন দেখার বিষয়। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার বাংলাদেশ নিজেদের স্বাচ্ছন্দ্যের ফরম্যাটে খেলতে নামছে। নতুন অধিনায়ক, পুরোনো চেনা প্রতিপক্ষ। কেমন করবে বাংলাদেশ? টেস্ট সিরিজ হারের ক্ষত ভুলে ওয়ানডেতে কী পারবে লড়াই করতে? জয় ছিনিয়ে আনতে?

এবারই প্রথম বাংলাদেশ নিজেদের প্রিয় ফরম্যাট খেলবে পঞ্চপাণ্ডব মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ছাড়া (আগেও খেলেছে তবে তখন অবসর নেননি মুশফিক, মাহমুদউল্লাহরা)। আনুষ্ঠানিক অবসর না নিলেও মাশরাফি বিন মর্তুজার জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে অনেক দূরে। তামিম ইকবাল আনুষ্ঠানিক অবসর নিয়েছেন তিন ফরম্যাট থেকে। এতদিন ওয়ানডে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির পর আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটটা ছেড়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে থাকবেন না পঞ্চপাণ্ডবের কেউ।

তাদের সবার সঙ্গে খেলা মেহেদী হাসান মিরাজ অবশ্য মেনে চলবেন পঞ্চপাণ্ডবের দর্শনই। মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে তিনি শিখেছেন ‘ম্যান ম্যানেজমেন্ট’। সাকিব আল হাসানের কাছ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দীক্ষা। আর তামিম ইকবালের কাছ থেকে সবার ওপর আস্থা রাখার ব্যাপারটা। দলকে এক সূতোয় গেঁথে মিরাজ কি পারবেন নতুন এক বাংলাদেশ গড়তে? সোমবার যেমন অনুশীলনের কেন্দ্রে থাকার চেষ্টা করেছিলেন মিরাজ। সতীর্থদের নানা মন্ত্রে উজ্জীবিত করেছেন তিনি। তাসকিন আহমেদ, লিটন দাসের মত সিনিয়ররাও অভিবাদন জানাচ্ছিলেন, ‘ক্যাপ্টেন’ বলে। মিরাজও নিশ্চয়ই চান সত্যিকারের ‘ক্যাপ্টেন’ হতে।

ম্যাচের আগের দিন গতকাল কলম্বোতে গণমাধ্যমে কথা বলেন চারিথ আসালাঙ্কা। সবশেষ ওয়ানডে সিরিজে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করে আসালাঙ্কা বলেন, এবারের হোম সিরিজে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তিনি বলেছেন, ‘(বাংলাদেশ ফর্মে না থাকায় সিরিজ সহজ হবে কি না) না না। আমি এরকমটা মনে করি না। আগে যা বললাম, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ অনেক টাফ দল, তারাও অনেক ভালো ক্রিকেট খেলছে। সর্বশেষ সিরিজে বাংলাদেশে তারা আমাদের বিপক্ষে জিতেছে। ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’ এ ছাড়া বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাপারে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে আমি এটার উত্তর দিতে পারছি না (মিরাজ কেমন অধিনায়ক)। প্লেয়ার হিসেবে বলতে পারি, তিনি দারুণ একজন অলরাউন্ডার। ভালো বোলার, ভালো ব্যাটসম্যান। এর বাইরে তার অধিনায়কত্ব নিয়ে আমি কিছু জানি না।’

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত, মোস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার প্ল্যান আছে। কারণ আমরা জানি সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’

এ ছাড়া ম্যাচের উইকেট প্রসঙ্গে আসালাঙ্কা জানান, ‘আমার মনে হয় প্রেমাদাসা সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি ভালো ট্র্যাকে এখানে খেলতে চাই, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে নয়। আশা করছি ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে। তবে আমি (উইকেট কেমন হবে তা এখনও) জানি না, আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

জয়ে চোখ ‘স্থায়ী অধিনায়ক’ মিরাজের

আপডেট সময় : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

টেস্ট সিরিজ শেষ। এবার ওয়ানডেতে মুখোমুখি হওয়ার পালা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবারের দ্বিপক্ষীয় সিরিজে তিনটি ওয়ানডে খেলবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ম্যাচটি। দিবারাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। দুই দলের এটি একাদশতম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগের দশটি দ্বিপক্ষীয় সিরিজের ছয়টিতে শ্রীলঙ্কা জিতেছে। বাংলাদেশের জয় দুটিতে। দুটিতে সিরিজ অমীমাংসিত থেকে। এছাড়া মহাদেশীয়, বৈশ্বিক প্রতিযোগিতা মিলিয়ে দুই দল ৫৭ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে সাফল্যের হার বেশি শ্রীলঙ্কারই। ৪৩ ম্যাচে জিতেছে তারা। বাংলাদেশ তাদের হারাতে পেরেছে ১২ ম্যাচে। ২ ম্যাচে কোনো ফল আসেনি। তবে অতীতের পরিসংখ্যানের সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যবধান রয়েছে। দুই দলের সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজ বাংলাদেশ জিতেছে। এছাড়া শেষ ৯ মুখোমুখি লড়াইয়ের ৫টিতেই জিতেছে বাংলাদেশ। যেখানে ২০২৩ সালের দিল্লির বিশ্বকাপের ম্যাচও রয়েছে। টাইমড আউটের কারণে যে ম্যাচ স্বর্ণাক্ষরে লেখা আছে।

লম্বা সময় পর বাংলাদেশ এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে। সবশেষ ২০১৭ সালে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিল সফর। গলে প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ পারফর্ম করেছিল। একটু সাহসিকতা দেখালে ম্যাচটা নিজেদের পক্ষেও আনতে পারত। কিন্তু কলম্বোর এসএসসিতে দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। যার ফলে টেস্ট সিরিজ হারতে হয় ১-০ ব্যবধানে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে একটি পরাজয়কে সঙ্গী করে বাংলাদেশ। এবার ওয়ানডের পালা। দুই বছর পর বাংলাদেশ শ্রীলঙ্কায় ওয়ানডে খেলবে। সবশেষ এশিয়া কাপে দুই দলের দেখা হয়েছিল। এরপর দিল্লি ও চট্টগ্রামে চার ওয়ানডে খেলে দুই দল। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে মেহেদী হাসান মিরাজের। শান্তর কাছ থেকে অধিনায়কত্ব ‘ছিনিয়ে’ মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত ভালোভাবে নেননি শান্ত। এজন্য টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন। যা নিশ্চিতভাবেই মিরাজের ওপর বাড়তি চাপ তৈরি করতে যাচ্ছে। মিরাজকে এর আগেও অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে শান্তর অনুপস্থিতিতে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। যেখানে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার মিরাজ যুগ পাকাপাকিভাবে শুরু হতে যাচ্ছে। এবার তার অধীনে বাংলাদেশ কেমন করে সেটাই এখন দেখার বিষয়। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার বাংলাদেশ নিজেদের স্বাচ্ছন্দ্যের ফরম্যাটে খেলতে নামছে। নতুন অধিনায়ক, পুরোনো চেনা প্রতিপক্ষ। কেমন করবে বাংলাদেশ? টেস্ট সিরিজ হারের ক্ষত ভুলে ওয়ানডেতে কী পারবে লড়াই করতে? জয় ছিনিয়ে আনতে?

এবারই প্রথম বাংলাদেশ নিজেদের প্রিয় ফরম্যাট খেলবে পঞ্চপাণ্ডব মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ছাড়া (আগেও খেলেছে তবে তখন অবসর নেননি মুশফিক, মাহমুদউল্লাহরা)। আনুষ্ঠানিক অবসর না নিলেও মাশরাফি বিন মর্তুজার জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে অনেক দূরে। তামিম ইকবাল আনুষ্ঠানিক অবসর নিয়েছেন তিন ফরম্যাট থেকে। এতদিন ওয়ানডে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির পর আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটটা ছেড়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে থাকবেন না পঞ্চপাণ্ডবের কেউ।

তাদের সবার সঙ্গে খেলা মেহেদী হাসান মিরাজ অবশ্য মেনে চলবেন পঞ্চপাণ্ডবের দর্শনই। মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে তিনি শিখেছেন ‘ম্যান ম্যানেজমেন্ট’। সাকিব আল হাসানের কাছ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দীক্ষা। আর তামিম ইকবালের কাছ থেকে সবার ওপর আস্থা রাখার ব্যাপারটা। দলকে এক সূতোয় গেঁথে মিরাজ কি পারবেন নতুন এক বাংলাদেশ গড়তে? সোমবার যেমন অনুশীলনের কেন্দ্রে থাকার চেষ্টা করেছিলেন মিরাজ। সতীর্থদের নানা মন্ত্রে উজ্জীবিত করেছেন তিনি। তাসকিন আহমেদ, লিটন দাসের মত সিনিয়ররাও অভিবাদন জানাচ্ছিলেন, ‘ক্যাপ্টেন’ বলে। মিরাজও নিশ্চয়ই চান সত্যিকারের ‘ক্যাপ্টেন’ হতে।

ম্যাচের আগের দিন গতকাল কলম্বোতে গণমাধ্যমে কথা বলেন চারিথ আসালাঙ্কা। সবশেষ ওয়ানডে সিরিজে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করে আসালাঙ্কা বলেন, এবারের হোম সিরিজে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তিনি বলেছেন, ‘(বাংলাদেশ ফর্মে না থাকায় সিরিজ সহজ হবে কি না) না না। আমি এরকমটা মনে করি না। আগে যা বললাম, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ অনেক টাফ দল, তারাও অনেক ভালো ক্রিকেট খেলছে। সর্বশেষ সিরিজে বাংলাদেশে তারা আমাদের বিপক্ষে জিতেছে। ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’ এ ছাড়া বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাপারে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে আমি এটার উত্তর দিতে পারছি না (মিরাজ কেমন অধিনায়ক)। প্লেয়ার হিসেবে বলতে পারি, তিনি দারুণ একজন অলরাউন্ডার। ভালো বোলার, ভালো ব্যাটসম্যান। এর বাইরে তার অধিনায়কত্ব নিয়ে আমি কিছু জানি না।’

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত, মোস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার প্ল্যান আছে। কারণ আমরা জানি সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’

এ ছাড়া ম্যাচের উইকেট প্রসঙ্গে আসালাঙ্কা জানান, ‘আমার মনে হয় প্রেমাদাসা সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি ভালো ট্র্যাকে এখানে খেলতে চাই, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে নয়। আশা করছি ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে। তবে আমি (উইকেট কেমন হবে তা এখনও) জানি না, আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’