ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে এবং ময়মনসিংহের ময়মনসিংহ ক্লাবে চলছে এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা।
মঙ্গলবারের খেলায় পুরুষ এককে মাহাদ বিন মালেক নিয়ামত উল্লাহকে, তানভির পাশা মো. সায়েমকে, ফারুক হোসেন জাহিদ হাসানকে এবং অর্ণব সাহা গেমে মো. মুনির হোসেনকে; নারী এককে সুমাইয়া আক্তার মাসতুরা আফরিনকে, জান্নাতুন ফেরদৌস মিতু রাজনিতা চৌধুরীকে, সুস্মিতা সেন হালিমা জাহানকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।

























