ময়মনসিংহের ময়মনসিংহ ক্লাবে আজ শুক্রবার ‘এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা’ শেষ হয়েছে। এতে নারী বিভাগে সুমাইয়া আক্তার দ্বি-মুকুট লাভ করেন। এককে তিনি, সুবর্ণা খাতুনকে এবং নারী দ্বৈতে সুস্মিতা সেনকে নিয়ে সুবর্ণা ও হালিমা জাহান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
এছাড়া সিনিয়র দ্বৈত ৩০+ বিভাগে জামি ও আকাশ (ময়মনসিংহ), সিনিয়র দ্বৈত ৪৫+ বিভাগে রুবেল ও রফিকুল (জামালপুর), সিনিয়র দ্বৈত ৫৫+ বিভাগে আনোয়ারুল ও জাকির (ময়মনসিংহ), পুরুষ দ্বৈতে রুস্তম আলী ও মিলন হোসেন চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
আরকে/সবা























