চট্টগ্রাম নগরের কোতোয়ালী রুমঘাটা এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি সুভাষ দেবনাথ (৫৫), যিনি দেওয়ানবাজার এলাকার একটি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ ৭-৮ দিন আগে মারা যাওয়ার পর ঝুলানো হয়েছে। নিহতের ছোট ভাই প্রণব দেবনাথ বলেন, পারিবারিক কলহের কারণে তার ভাই প্রায়ই বাড়ি যাচ্ছিলেন না। সাম্প্রতিক একটি ঝামেলার পরও তিনি বাসায় ফিরে যাননি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ানবাজারের টিনশেড ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল জানান, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় এবং আমরা মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর/সবা
























