কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাসুদুর রহমান দুলু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার স্থান ও সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তালতলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাসুদুর রহমান দুলু ওই এলাকার ইসহাক আলীর বড় ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় আহত আরও দুজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ট্রাক্টর নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালকের এমন আচরণে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এমআর/সবা


















