ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
সকালে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।
জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ইসমাইল সিরাজীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী সহ মোট ৬জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতেরপ্রার্থী সহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ।
জামালপুর-৪ এবং ৫ আসনের মনোনয়ন রবিবার ঘোষণা করা হবে।
শু/সবা




















