আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের প্রার্থী—মোট ৫ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। যাচাই-বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির মো. শহিদুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সরোয়ার হোসাইন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান কালু, জাতীয় পার্টির রায়হান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চৌধুরী।
অন্যদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, গণ অধিকার পরিষদের মো. তাসলিম মাতুব্বর, স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মজিবুর হোসাইন, স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়া।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাইয়ে তিনজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের এক শতাংশ সমর্থন সংক্রান্ত কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত ঘাটতি এবং গণ অধিকার পরিষদের প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “যেসব প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়া গেছে, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।” তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সময়মতো সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বিএনপির প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, “দলের নেতাকর্মী ও ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। ভোটাররা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন ও পুরোনো ভোটাররা আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে আমি আশাবাদী।”
শু/সবা























