বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম।
গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ও শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এতে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান মন্ডলের ছোট ভাই প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মন্ডল।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি আইয়ুব সরকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর সমবায় দলের সভাপতি রেজভী পাঠান, উপজেলা জাসাস সদস্য রাজিব সরকার, শাখাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।























