কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা প্রধান শিক্ষক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান সোহেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক এহসানুল আলম আনছারী ছায়েম ও সদস্য সচিব আব্দুল মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে সহকারী শিক্ষকদের প্রত্যক্ষ সমর্থন ও ভোটে সভাপতি পদে কেবি মহিউচ্ছুন্নত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এখতেখার উদ্দিন (রাখী) এবং সাধারণ সম্পাদক পদে অধিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নির্বাচিত হন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে অধিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুর রহমান নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি আখতারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুল মন্ডল এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মোছা. মিনারা খাতুন দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. এখতেখার উদ্দিন (রাখী) বলেন, সকল শিক্ষকদের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নির্বাচিত করায় তিনি সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্বপ্রাপ্ত আব্দুল খালেক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ হোসেন পাখি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুল কবির লিপটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমআর/সবা



















