০২:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সিলেটে BRAC-এর অ্যাডভোকেসি ডায়ালগ

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে সিলেটে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নগরীর জেল রোডস্থ একটি হোটেল আয়োজিত এ ডায়ালগে প্রধান অতিথি ছিলেন সিলেট মহিলা অধিদপ্তরের পরিচালক শাহিনা বেগম।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ভায়োলেন্স প্রিভেনশন কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ ডায়ালগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয়, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহিনা বেগম বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারি–বেসরকারি সমন্বয় অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ থাকলে সহিংসতা প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের সিলেট জেলা সমন্বয়ক মো. আরিফ। তিনি বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, সিভিল সোসাইটি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়া জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম (ব্র্যাক)-এর আঞ্চলিক ব্যবস্থাপক তাসলিমা ইয়াসমিন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধ সম্ভব নয়। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডায়ালগে সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ডায়ালগ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রম ও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সিলেটে BRAC-এর অ্যাডভোকেসি ডায়ালগ

আপডেট সময় : ০৯:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে সিলেটে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নগরীর জেল রোডস্থ একটি হোটেল আয়োজিত এ ডায়ালগে প্রধান অতিথি ছিলেন সিলেট মহিলা অধিদপ্তরের পরিচালক শাহিনা বেগম।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ভায়োলেন্স প্রিভেনশন কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ ডায়ালগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয়, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহিনা বেগম বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারি–বেসরকারি সমন্বয় অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ থাকলে সহিংসতা প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের সিলেট জেলা সমন্বয়ক মো. আরিফ। তিনি বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, সিভিল সোসাইটি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়া জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম (ব্র্যাক)-এর আঞ্চলিক ব্যবস্থাপক তাসলিমা ইয়াসমিন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধ সম্ভব নয়। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডায়ালগে সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ডায়ালগ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রম ও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

শু/সবা