১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ঘোষণা হওয়ার সম্ভাবনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। তিনি বুধবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ শেষে ওএমআর (OMR) ব্যালটগুলো মেশিনে স্ক্যান করা হবে এবং দ্বৈবচয়নের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে।

অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী জানান, ভোটের জন্য ব্যবহৃত সব ব্যালট প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজার পাতার পরীক্ষা নিশ্চিত করেছে যে, সবগুলো মেশিনে ঠিকভাবে পড়া সম্ভব। তিনি বলেন, “যদি কোনো বাইরের পাতা মেশিনে ঢোকে, তা রিজেক্ট করবে, কারণ তা আমাদের সিকিউরিটি কোডের বাইরে।”

ফলাফল ঘোষণার সময় নিয়ে তিনি বলেন, যদি ভোটের ৮০ শতাংশ কাস্ট হয়, তাহলে ব্যালট স্ক্যান করতে আনুমানিক ৭ ঘণ্টা লাগবে। ভোট বন্ধের পরে ব্যালট বাক্সগুলো ফেরত আনা এবং ২০০ করে গণনা রেডি করতে সাড়ে ৬টার আগে সম্ভব হবে না। এরপর থেকে স্ক্যানিং শুরু হলে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ফলাফল প্রায় পরের দিনের সকালেই প্রকাশ করা সম্ভব।

তিনি আরও জানান, দুই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার আলোকে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ঘোষণা হওয়ার সম্ভাবনা

আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। তিনি বুধবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ শেষে ওএমআর (OMR) ব্যালটগুলো মেশিনে স্ক্যান করা হবে এবং দ্বৈবচয়নের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে।

অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী জানান, ভোটের জন্য ব্যবহৃত সব ব্যালট প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজার পাতার পরীক্ষা নিশ্চিত করেছে যে, সবগুলো মেশিনে ঠিকভাবে পড়া সম্ভব। তিনি বলেন, “যদি কোনো বাইরের পাতা মেশিনে ঢোকে, তা রিজেক্ট করবে, কারণ তা আমাদের সিকিউরিটি কোডের বাইরে।”

ফলাফল ঘোষণার সময় নিয়ে তিনি বলেন, যদি ভোটের ৮০ শতাংশ কাস্ট হয়, তাহলে ব্যালট স্ক্যান করতে আনুমানিক ৭ ঘণ্টা লাগবে। ভোট বন্ধের পরে ব্যালট বাক্সগুলো ফেরত আনা এবং ২০০ করে গণনা রেডি করতে সাড়ে ৬টার আগে সম্ভব হবে না। এরপর থেকে স্ক্যানিং শুরু হলে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ফলাফল প্রায় পরের দিনের সকালেই প্রকাশ করা সম্ভব।

তিনি আরও জানান, দুই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার আলোকে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমআর/সবা