১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গায়েবী মসজিদ এলাকা থেকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (২৬ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. মাহবুব আলম (৪৩) ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার জাফর সওদাগর বাড়ির মো. ফজল করিমের ছেলে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করে মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় নাশকতা ও মাদকের ৬টি মামলা তথ্য পাওয়া যায়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর দুপুরে পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলেছিলেন। এ সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কির সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব গাড়ি থেকে পালিয়ে যান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গায়েবী মসজিদ এলাকা থেকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মাহবুব আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (২৬ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

মো. মাহবুব আলম (৪৩) ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার জাফর সওদাগর বাড়ির মো. ফজল করিমের ছেলে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করে মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় নাশকতা ও মাদকের ৬টি মামলা তথ্য পাওয়া যায়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর দুপুরে পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলেছিলেন। এ সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কির সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব গাড়ি থেকে পালিয়ে যান।

এমআর/সবা