০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় শিখন ঘাটতি পূরণের জন্য শনিবার ক্লাস

শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের কারণে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে গত মাসে আট দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছিল। সেই ঘাটতি পূরণের লক্ষ্যে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বিতীয় শনিবারে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। চলমান বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শ্রেণি কার্যক্রম চলায় শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি।

জানা যায়, গত ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় নির্দেশনায় কর্মবিরতি পালন করেন। এই বন্ধের ফলে শিক্ষার্থীদের শিখন ক্ষতি হয়। এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি পরীক্ষার আগ পর্যন্ত শনিবারে ক্লাস চালানোর জন্য অনুরোধ করলে নওগাঁর শিক্ষক-কর্মচারীরা চারবারের জন্য শনিবার ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেন। ১ নভেম্বর (শনিবার) দ্বিতীয় দিনে ক্লাস অনুষ্ঠিত হলো।

জেলার পত্নীতলা উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বলেন, “আমাদের দাবি পূরণ করায় অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের ক্ষতি পূরণের জন্য আমরা শনিবারেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করছি।”

নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাণীনগরের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, “শিক্ষক আন্দোলনের কারণে শিখন ঘাটতি তৈরি হয়েছিল। সেই ঘাটতি পূরণের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় শনিবার ক্লাস চলছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে। আমরা জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই এবং নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করব।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

নওগাঁয় শিখন ঘাটতি পূরণের জন্য শনিবার ক্লাস

আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের কারণে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে গত মাসে আট দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছিল। সেই ঘাটতি পূরণের লক্ষ্যে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বিতীয় শনিবারে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। চলমান বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শ্রেণি কার্যক্রম চলায় শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি।

জানা যায়, গত ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় নির্দেশনায় কর্মবিরতি পালন করেন। এই বন্ধের ফলে শিক্ষার্থীদের শিখন ক্ষতি হয়। এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি পরীক্ষার আগ পর্যন্ত শনিবারে ক্লাস চালানোর জন্য অনুরোধ করলে নওগাঁর শিক্ষক-কর্মচারীরা চারবারের জন্য শনিবার ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেন। ১ নভেম্বর (শনিবার) দ্বিতীয় দিনে ক্লাস অনুষ্ঠিত হলো।

জেলার পত্নীতলা উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বলেন, “আমাদের দাবি পূরণ করায় অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের ক্ষতি পূরণের জন্য আমরা শনিবারেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করছি।”

নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাণীনগরের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, “শিক্ষক আন্দোলনের কারণে শিখন ঘাটতি তৈরি হয়েছিল। সেই ঘাটতি পূরণের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় শনিবার ক্লাস চলছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে। আমরা জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই এবং নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করব।”

এমআর/সবা