ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ২৮টি মনোনয়ন ফরম প্রার্থীরা সংগ্রহ করলেও এর বিপরীতে ২৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের হাতে সরাসরি মনোনয়ন ফরম জমা দেন।
কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া), আসন নং ২৯৪
এ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, মোঃ সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ ছরওয়ার আলম কুতুবী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সালাহউদ্দিন আহমদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি), মোঃ আব্দুল কাদের (গণঅধিকার পরিষদ–জিওপি) এবং আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।

কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া), আসন নং ২৯৫
এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন,জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিশ), আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), এস. এম. রোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ–জিওপি), এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ মাহমুদুল করিম (জাতীয় পার্টি) এবং গোলাম মওলা (স্বতন্ত্র)।

কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও), আসন নং ২৯৬
এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, আমিরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লুৎফুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি), জগদীশ বড়ুয়া (বাংলাদেশ লেবার পার্টি), মোঃ ইলিয়াছ মিয়া (স্বতন্ত্র), শহীদুল আলম (বাহাদুর) (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং নুরুল আবছার (আমজনতার দল)।
কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ), আসন নং ২৯৭ এ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেননুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শাহজাহান চৌধুরী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি), সাইফুদ্দিন খালেদ (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম), আব্দুল্লাহ আল আরফাত (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) এবং নুর আহমদ আনোয়ারী (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান সাংবাদিকদের জানান,;”সোমবার সকাল থেকে নির্ধারিত সময়ের মধ্যেই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি থাকায় প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী কার্যক্রম নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।”
শু/সবা






















