নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচদিনব্যাপী ‘জয়নুল জন্মোৎসব ২০২৫’ শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধনী কর্মসূচি শুরু হয়। উৎসব চলবে ২রা জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহ। ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা অফিসার একেএম মুজ্জাম্মিল হক।
উদ্বোধনী দিনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া ‘বাংলাদেশের লোক ও কারুশিল্প’ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি গ্রুপে (ক-গ্রুপ: ১ম-২য় শ্রেণি, খ-গ্রুপ: ৩য়-৫ম শ্রেণি, গ-গ্রুপ: ৬ষ্ঠ-৮ম শ্রেণি) বিভক্ত হয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে রং-তুলিতে ফুটিয়ে তুলেছে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবের সাথে যুক্ত মেলায় জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ-বেত শিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশা চিত্র, হাতপাখা, হাঁড়ি এবং অন্যান্য হস্তশিল্পসহ ১৭টি স্টল সাজানো হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফাউন্ডেশন মঞ্চে দেশের প্রথিতযশা শিল্পী ও স্থানীয় দলগুলো অংশগ্রহণ করে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। ‘জয়নুল জন্মোৎসব ২০২৫’ দেশের শিল্প ও কারুশিল্পকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি জনগণের মধ্যে সংস্কৃতির জ্ঞান ও অনুপ্রেরণা ছড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।
এমআর/সবা






















