আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
আজ সোমবার (২৯ শে ডিসেম্বর ২০২৫) দুপুর ৩ টার সময় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও দলীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মুরাদনগর সরকারি রিটারিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন, সহকারি রিটারিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান প্রার্থীর মনোনয়ন পত্রটি গ্রহণ করেন। এ সময় নির্বাচন বিধিমালা ও দাপ্তরিক প্রক্রিয়া তদারকি করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম,
অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এরসাথে উপজেলার বিএনপি শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ কালে কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বক্তব্য বলেন আমরা জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের সাথে আছে।জনগণই সকল ক্ষমতার উৎস, আমরা আশা করি প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। তিনি ভোটারদের দোয়া ও ভালবাসা চেয়ে এবং এলাকার জনগণেকে সাথে উপজেলা সামগ্রিক উন্নয়ন কাজ করার কথা বলেন।
তিনি উপস্থিত অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচন পরিবেশ শান্ত রাখতে এবং নির্বাচন আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শু/সবা



















