ফেনীর কৃতী সন্তান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসনে প্রার্থী ঘোষণা করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। তারা দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ আসনটি ঐতিহ্যগতভাবে খালেদা জিয়ার ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি এখান থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিন দফা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে লিফলেট বিতরণ ও প্রচার শুরু করেছেন। বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ বলেন, “বেগম জিয়াকে প্রার্থী করায় আমরা কৃতজ্ঞ। এবারও ঐক্যবদ্ধভাবে তাঁকে বিপুল ভোটে জয়ী করব।”
পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ও ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ জানান, খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় স্থানীয় বিভেদ দূর হয়ে ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “বেগম জিয়া এ দেশের সবচেয়ে নির্যাতিত দেশনেত্রী। তাঁকে ফেনী-১ আসনে প্রার্থী করায় আমরা অত্যন্ত আনন্দিত। জনগণ ধানের শীষ প্রতীকে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।”
এমআর/সবা





















