গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ফুলবাড়ী (হিন্দুপাড়া) গ্রামে টিউবওয়েলের পানিতে চেতনা নাশক মিশিয়ে অচেতন করার পর ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রী যোতিশ চন্দ্র সাহা গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে ১২ নভেম্বর দুপুরে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে একই গ্রামের শ্রী সঞ্জয় চন্দ্র সাহা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন। গত ১৯ অক্টোবর সন্ধ্যার পর তারা যোতিশ চন্দ্র সাহার বসতবাড়ির টিউবওয়েলের পানিতে অচেতন করার ওষুধ মিশিয়ে দেন। পরে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে একে একে অচেতন হয়ে পড়েন।
রাত আনুমানিক দেড়টার দিকে আসামিরা মুখোশ পরে ঘরে প্রবেশ করে ড্রেসিং টেবিল থেকে ৩২ হাজার ৫০০ টাকা এবং যোতিশ চন্দ্র সাহার মেয়ে যুথি রানীর হাতে থাকা ১ জোড়া দুল, আংটি, চেইন ও চুড়িসহ মোট ২ ভরি ২ আনার স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ১২ হাজার টাকা।
চোরেরা পালানোর সময় যুথি রানীর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করেন। পরে পরিবারের অন্য সদস্যদের জ্ঞান ফিরলে ঘটনাটি জানা যায়। ঘটনাস্থল থেকে ইলেকট্রিক কাজের একটি প্লাস ও তিন রঙের তার উদ্ধার করা হয়, যা ১নং আসামি সঞ্জয় চন্দ্র সাহার ব্যবহৃত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে এবং এখন তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। অভিযুক্ত সঞ্জয় চন্দ্র সাহা পলাশবাড়ী উপজেলায় এক সংবাদ সম্মেলনে ভিন্ন অভিযোগ তুলে বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী পরিবার দাবি করে, একটি মহল রাজনৈতিকভাবে আনিসুজ্জামান বিদ্যুৎকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আসামিকে ব্যবহার করছে এবং মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী যুথি রানী, তার পিতা যোতিশ চন্দ্র সাহা, শ্রীমতি টপি রানী সাহা, মো. নজরুল ইসলাম ঝন্টু, শ্রী পরিমল চন্দ্র সাহা, শ্রী অমিত চন্দ্র সাহা, মো. রহিম মিয়া, শ্রী বিধান চন্দ্র সাহা ও শ্রী পিয়া রানী সাহা প্রমুখ।
গোবিন্দগঞ্জ থানার একটি সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সবা





















