০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে যুবসমাজের জন্য স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার কার্যক্রম

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়াস্থ এম টি হোসেন ইনস্টিটিউটের খেলার মাঠে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের উদ্বোধন করেছেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, “যুবসমাজ খেলাধুলায় ফিরে এলে সমাজ মাদকমুক্ত হবে। তাই আমরা স্থানীয়দের পাশে দাঁড়িয়ে মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছি।”

উদ্বোধনকালে অধ্যক্ষ দুলু মাটির ডালি মাথায় নিয়ে মাঠ ভরাট কার্যক্রম শুরু করেন। কর্মসূচিতে লালমনিরহাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ কোদাল, ডালা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অংশগ্রহণ করেন।

মাঠটি দীর্ঘদিন ধরে বর্ষার পানি জমে থাকার কারণে ব্যবহারযোগ্য ছিল না। স্বেচ্ছাশ্রম উদ্যোগের মাধ্যমে সেই সমস্যা দূর করে যুবসমাজকে খেলাধুলার সুযোগ দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিতরা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতও করেন।

এলাকাবাসীর আশা, সংস্কার সম্পন্ন হলে মাঠটি আবারও শিশু-কিশোর ও যুবসমাজের জন্য নিরাপদ ও উপযোগী হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

লালমনিরহাটে যুবসমাজের জন্য স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার কার্যক্রম

আপডেট সময় : ০৭:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়াস্থ এম টি হোসেন ইনস্টিটিউটের খেলার মাঠে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের উদ্বোধন করেছেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, “যুবসমাজ খেলাধুলায় ফিরে এলে সমাজ মাদকমুক্ত হবে। তাই আমরা স্থানীয়দের পাশে দাঁড়িয়ে মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছি।”

উদ্বোধনকালে অধ্যক্ষ দুলু মাটির ডালি মাথায় নিয়ে মাঠ ভরাট কার্যক্রম শুরু করেন। কর্মসূচিতে লালমনিরহাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ কোদাল, ডালা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অংশগ্রহণ করেন।

মাঠটি দীর্ঘদিন ধরে বর্ষার পানি জমে থাকার কারণে ব্যবহারযোগ্য ছিল না। স্বেচ্ছাশ্রম উদ্যোগের মাধ্যমে সেই সমস্যা দূর করে যুবসমাজকে খেলাধুলার সুযোগ দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিতরা দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতও করেন।

এলাকাবাসীর আশা, সংস্কার সম্পন্ন হলে মাঠটি আবারও শিশু-কিশোর ও যুবসমাজের জন্য নিরাপদ ও উপযোগী হবে।

এমআর/সবা