কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়নবঞ্চিত সম্ভাব্য স্থানীয় প্রার্থীরা। তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে স্থানীয় প্রার্থীর পক্ষে ঐক্যের ঘোষণা দেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে হোমনা পৌর সুপার মার্কেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বহিরাগত প্রার্থী দিলে এ আসনে ধানের শীষের বিজয় ঝুঁকির মুখে পড়তে পারে। তারা জানান, হোমনা ও তিতাসের ভোটাররা সবসময় স্থানীয় প্রার্থীকেই সমর্থন দিয়ে আসছেন। মেঘনা উপজেলার একজনকে মনোনয়ন দেওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘোষিত প্রার্থীর পরিচিতি কম এবং অতীত কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ রয়েছে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বক্তারা বলেন, বহিরাগত প্রার্থী হলে ভোটাররা অনীহা দেখাতে পারেন এবং বিরোধীরা কূটকৌশল চালানোর সুযোগ পেতে পারে। ফলে ধানের শীষের জয় কঠিন হয়ে যাবে।
তারা আরও জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এতদিন নীরব থাকলেও জনগণের মতামত বিবেচনায় এখন ঐকমত্যে পৌঁছেছেন—হোমনা ও তিতাসের বাইরে কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। স্থানীয় প্রার্থীর মনোনয়ন এলে সবাই মিলে তাকে বিজয়ী করতে কাজ করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নীতিনির্ধারকদের প্রতি তারা মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান। তাদের মতে, সৎ, যোগ্য এবং তৃণমূলের নেতা-ই এই আসনে বিজয় নিশ্চিত করতে সক্ষম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, খালেদা জিয়ার সাবেক এপিএস ও সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না।
অনুষ্ঠান শেষে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
শু/সবা




















