০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কাল শুরু হচ্ছে বিপিএল

২০১৭ সালের পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগামীকাল শুক্রবার উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ওই দিন দুপুর সোয়া ২টায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে এই জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। এরপর বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই এবং একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচ। মূলত আসন্ন জাতীয় নির্বাচন ও সার্বিক নিরাপত্তা ইস্যুর কারণে ঢাকার জমকালো আয়োজন বাতিল করে সিলেটে ছোট পরিসরে এই অনুষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের শুরুর ম্যাচটি চায়ের নগরী সিলেটে হওয়ায় স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও ক্রিকেট উন্মাদনা কাজ করছে। মাঠকর্মীরা গ্যালারি, উইকেট ও আউটফিল্ড প্রস্তুত করতে দিনরাত শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জানুয়ারির শেষে জাতীয় দলের ভারত সফরের সূচি নির্ধারিত থাকায় বিপিএলের সময়সূচিতে বড় কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। তাই শুক্রবার জুমার নামাজের পর খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আড়ম্বরহীন আনুষ্ঠানিকতা শেষ করে খেলা দ্রুত মাঠে গড়াবে।

 

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি
বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেরদিন ঘটল বিরল ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। আজ (বৃহস্পতিবার) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা মালিকানা রাখতে চান না। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়। এবার দলটির মালিকানা বুঝে নিলো বিসিবি।

এর আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পাঠানো চিঠিতে বিসিবিকে দলটির দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এরপর বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ঢাকা পোস্টকে বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলে এখন থেকে চট্টগ্রাম দলের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যে রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়। কারণ এর আগপর্যন্ত নানা কর্মকাণ্ডে ফ্র্যাঞ্চাইজিইটির মালিকপক্ষ ছিল সমালোচিত।

 

বিপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখনও সব সরঞ্জাম বুঝে পায়নি দলটি। এমনকি তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্প কবে আসবেন সেটিও অনিশ্চিত। এ ছাড়া দিন দুয়েক আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় বিপিএল খেলতে আসতে চাচ্ছিলেন না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। কারণ চট্টগ্রাম রয়্যালস ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি। নিয়ম অনুযায়ী- টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা। অথচ এর আগে যখন চট্টগ্রাম র‌য়্যালস ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করা নিয়ে প্রশ্ন ওঠে, বিসিবি জানায়- তারা অর্থ পরিশোধের শর্ত পূরণ করেছে!

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

সিলেটে কাল শুরু হচ্ছে বিপিএল

আপডেট সময় : ০২:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

২০১৭ সালের পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগামীকাল শুক্রবার উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ওই দিন দুপুর সোয়া ২টায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে এই জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। এরপর বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই এবং একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচ। মূলত আসন্ন জাতীয় নির্বাচন ও সার্বিক নিরাপত্তা ইস্যুর কারণে ঢাকার জমকালো আয়োজন বাতিল করে সিলেটে ছোট পরিসরে এই অনুষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের শুরুর ম্যাচটি চায়ের নগরী সিলেটে হওয়ায় স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও ক্রিকেট উন্মাদনা কাজ করছে। মাঠকর্মীরা গ্যালারি, উইকেট ও আউটফিল্ড প্রস্তুত করতে দিনরাত শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জানুয়ারির শেষে জাতীয় দলের ভারত সফরের সূচি নির্ধারিত থাকায় বিপিএলের সময়সূচিতে বড় কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। তাই শুক্রবার জুমার নামাজের পর খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আড়ম্বরহীন আনুষ্ঠানিকতা শেষ করে খেলা দ্রুত মাঠে গড়াবে।

 

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি
বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেরদিন ঘটল বিরল ও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। আজ (বৃহস্পতিবার) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা মালিকানা রাখতে চান না। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়। এবার দলটির মালিকানা বুঝে নিলো বিসিবি।

এর আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পাঠানো চিঠিতে বিসিবিকে দলটির দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এরপর বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ঢাকা পোস্টকে বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলে এখন থেকে চট্টগ্রাম দলের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যে রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়। কারণ এর আগপর্যন্ত নানা কর্মকাণ্ডে ফ্র্যাঞ্চাইজিইটির মালিকপক্ষ ছিল সমালোচিত।

 

বিপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখনও সব সরঞ্জাম বুঝে পায়নি দলটি। এমনকি তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্প কবে আসবেন সেটিও অনিশ্চিত। এ ছাড়া দিন দুয়েক আগে হঠাৎ করেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় বিপিএল খেলতে আসতে চাচ্ছিলেন না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। কারণ চট্টগ্রাম রয়্যালস ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি। নিয়ম অনুযায়ী- টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা। অথচ এর আগে যখন চট্টগ্রাম র‌য়্যালস ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করা নিয়ে প্রশ্ন ওঠে, বিসিবি জানায়- তারা অর্থ পরিশোধের শর্ত পূরণ করেছে!

এমআর/সবা