বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের শুকনো খাবার ও পানি বিতরণ করেছেন বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সৌজন্যে ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বনানী-কাকলি মোড়ে ঢাকা-৭ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েক ট্রাক শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়।
দীর্ঘ সময় নেতাকর্মীরা অবস্থান করায় তাদের জন্য শুকনো খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন কোতোয়ালি থানা বিএনপির কর্মী সুমন মিয়া।
তিনি বলেন, আমরা সকালে এখানে এসেছি, এখন দুপুর হয়ে গেছে, সবাই ক্ষুধার্ত।
আর আশপাশে এত লোকের খাবারের ব্যবস্থা নেই। তাই আগে থেকেই খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এমআর/সবা






















