১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ড্রিম হলিডে পার্কে চাঁদাবাজদের হামলায় ১২ সাংবাদিক আহত, গ্রেপ্তার ৩

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে চাঁদাবাজদের সশস্ত্র হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, বাকি সাংবাদিকদের নরসিংদী সদর ও মাধবদীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার দিন রাতেই পুলিশ দুইজনকে আটক করলেও মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার কবিরাজপুর নিবাসী মো. মো. হাবিল মিয়ার ছেলে মো. রিফাত মিয়াকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলার এ পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও তদন্তকারীরা অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।

ডিইউজে, ডিআরইউ, ক্র্যাব, র‌্যাক, ট্র্যাব ও ল’ রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জোর দিয়ে বলেছেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

খোঁজে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফ্যামিলি ডে অনুষ্ঠানের শেষপর্ব শেষে সাংবাদিকদের বহনকারী বাসে ঢাকায় ফেরার সময় স্থানীয় চাঁদাবাজরা বাস থামিয়ে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকার করলে লোহার রড, লাঠিসোঁটা, দেশীয় ধারালো ছোরা-চাপাতি নিয়ে হামলা চালানো হয়। এক বাসে আগুন লাগানোর চেষ্টা করা হয়।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এসএম ফয়েজ, খবর সংযোগের শাহেদুল ইসলাম শাহেদ, জিটিভি’র মহসিন কবির,

বাংলাদেশ প্রতিদিনের সাখাওয়াত কাওসার, নয়া দিগন্তের মনির হোসেন, নিউ নেশনের শিমুল পারভেজ, ক্র্যাব অফিস স্টাফ লালসহ আরও অনেকে।

আহত সাংবাদিক এসএম ফয়েজ জানান, চাঁদাবাজরা বাস পার্কিংয়ের অজুহাতে চাঁদা দাবি করলে প্রতিবাদ জানালে হামলা চালানো হয়। হামলার সময় সাংবাদিকদের পরিবারও আতঙ্কিত হন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, “হামলা পরিকল্পিত এবং চাঁদা আদায়ের প্রতিবাদে সংঘটিত। হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত ব্যবস্থা না হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্ নিশ্চিত করেছেন, সোমবার মধ্যরাতের পর মাধবদী থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪, ধারা: ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬(।।)৩৪ পেনাল কোড।

নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাতেই আলাল সরকার ও রনি ওরফে রুবেলকে আটক করা হয়। মঙ্গলবার রিফাত মিয়াকেও আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, পার্ক কর্তৃপক্ষের উদাসীনতা ও পর্যাপ্ত পার্কিং না থাকায় এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটার ঝুঁকি রয়েছে। কর্মকর্তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ড্রিম হলিডে পার্কে চাঁদাবাজদের হামলায় ১২ সাংবাদিক আহত, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৮:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে চাঁদাবাজদের সশস্ত্র হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, বাকি সাংবাদিকদের নরসিংদী সদর ও মাধবদীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার দিন রাতেই পুলিশ দুইজনকে আটক করলেও মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার কবিরাজপুর নিবাসী মো. মো. হাবিল মিয়ার ছেলে মো. রিফাত মিয়াকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলার এ পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও তদন্তকারীরা অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।

ডিইউজে, ডিআরইউ, ক্র্যাব, র‌্যাক, ট্র্যাব ও ল’ রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা জোর দিয়ে বলেছেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

খোঁজে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফ্যামিলি ডে অনুষ্ঠানের শেষপর্ব শেষে সাংবাদিকদের বহনকারী বাসে ঢাকায় ফেরার সময় স্থানীয় চাঁদাবাজরা বাস থামিয়ে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকার করলে লোহার রড, লাঠিসোঁটা, দেশীয় ধারালো ছোরা-চাপাতি নিয়ে হামলা চালানো হয়। এক বাসে আগুন লাগানোর চেষ্টা করা হয়।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এসএম ফয়েজ, খবর সংযোগের শাহেদুল ইসলাম শাহেদ, জিটিভি’র মহসিন কবির,

বাংলাদেশ প্রতিদিনের সাখাওয়াত কাওসার, নয়া দিগন্তের মনির হোসেন, নিউ নেশনের শিমুল পারভেজ, ক্র্যাব অফিস স্টাফ লালসহ আরও অনেকে।

আহত সাংবাদিক এসএম ফয়েজ জানান, চাঁদাবাজরা বাস পার্কিংয়ের অজুহাতে চাঁদা দাবি করলে প্রতিবাদ জানালে হামলা চালানো হয়। হামলার সময় সাংবাদিকদের পরিবারও আতঙ্কিত হন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, “হামলা পরিকল্পিত এবং চাঁদা আদায়ের প্রতিবাদে সংঘটিত। হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত ব্যবস্থা না হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এমএম বাদশাহ্ নিশ্চিত করেছেন, সোমবার মধ্যরাতের পর মাধবদী থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪, ধারা: ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬(।।)৩৪ পেনাল কোড।

নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাতেই আলাল সরকার ও রনি ওরফে রুবেলকে আটক করা হয়। মঙ্গলবার রিফাত মিয়াকেও আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, পার্ক কর্তৃপক্ষের উদাসীনতা ও পর্যাপ্ত পার্কিং না থাকায় এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটার ঝুঁকি রয়েছে। কর্মকর্তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব হবে।

এমআর/সবা