কনক বড়ুয়া, উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালিতে নবনির্মিত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর আন্তরিক প্রচেষ্টায় উদ্বোধন হয়েছে এই ফাঁড়ি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুখালি পুলিশ ফাঁড়ি টি উদ্বোধন করা হয়েছে। এই দিন বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
এ সময় পুলিশ সুপার বলেন- “বালুখালি বাসীর জন্য এখন অনেক সুবিধা হবে আইনী সহায়তা পেতে। এই ইউনিয়নের মাদক ও চোরাচালান বন্ধ করা সহ স্কুল, কলেজের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াতে করতে পারবেন। এবং নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। সকলে সহযোগিতা করার কারনেই এই পুলিশ ফাঁড়িটি নির্মান করা গেছে। তাই আমরা সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন- পালংখালি ইউনিয়নের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য নবনির্মিত বালুখালি পুলিশ ফাঁড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ফাঁড়িটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার উর্ধ্বতন কতৃপক্ষের সার্বিক দিকনির্দেশনা স্থানীয় মানুষের সহযোগিতায় বালুখালিতে পুলিশ ফাঁড়িটা নির্মিত করা গেলো। বালুখালি পুলিশ ফাঁড়িতে ৫টি রুম বিশিষ্ট ও সেমিপাকা চতুর্পাশের কাঁটাতারে বেড়া রয়েছে।এবং ফাড়িঁর নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা রয়েছে।




















