ভোলার দুর্গম চরাঞ্চলের ২৬টি কেন্দ্রে একদিন আগে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন উপলক্ষে ভোলার ৪টি আসনে ৫২৬ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল চন্দ্র শীল অন্যান্য কেন্দ্র গুলোর সাথে দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন। এসব এলাকায় ব্যালট পেপার পৌছানোর পর থেকে নির্বাচন শুরুর আগ পর্যন্ত একজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতেৃত্বে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাহারায় থাকবে।
এসময় তিনি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে সংসদ নির্বাচনে কার্যক্রমের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বিতরর কার্যক্রম শুরু করেন। ভোলা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আরিফুরজ্জামান জানান , ভোলার চারটি সংসদীয় আসনে ৬ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এরই মধ্যে ২৬ জনের ম্যাজিষ্ট্রেট নির্বাবনী এলাকায় টহল প্রদান করছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দুই জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য থাকবে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সংখ্যা তিন জন করে দেয়া হয়েছে। এছাড়াও ভোটার যাতে নির্ভিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে জন্য স্টাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী মাঠে টহল দিবে। সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগনও মাঠে থাকবেন বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান।
তিনি আরও জানান,জেলার চারটি সংসদীয় আসনে ৫২৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৭টি কেন্দ্র ঝুকিপূর্ণ। যারমধ্যে বিচ্ছিন্ন এলাকার ২৬ ঝুকিপূর্ণ। এসব ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতেও রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ভোলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৭৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ১৮ জন এবং নারী ভোটার সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার ১২০ জন। এই চারটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী ১০ টি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম
ভোলার দুর্গম চরাঞ্চলের ২৬টি কেন্দ্রে একদিন আগে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম
-
ভোলা প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- ।
- 172
জনপ্রিয় সংবাদ























