অমর একশে গ্রন্থমেলার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করবেন। মেলায় এবার প্রকাশনা সংস্থা বাড়ছে, সব মিলিয়ে ৬৩৫টি প্রতিষ্ঠানের স্টল থাকছে।
গতকাল মঙ্গলবার বইমেলা ২০২৪ আয়োজন নিয়ে বাংলা একাডেমির সংবাদ সম্মেলনে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বিস্তারিত তুলে ধরেন । তিনি জানান, ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে এবার। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর বইমেলায় অংশ নিয়েছিল ৬০১ প্রতিষ্ঠান। সেই হিসাবে এবার
প্রকাশনা সংস্থা বেড়েছে ৩৪টি। এবারের বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়। মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত ‘কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান : ভলিউম-২’-সহ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ২০২৩ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ করবেন।
মেলার সময়সূচির বিষয়ে জানানো হয়, ২০২৪ সাল লিপইয়ার বা অধিবর্ষ। ফলে মেলার মাস ফেব্রুয়ারি পাবে ২৯ দিন। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ‘শিশুপ্রহর’ থাকবে। প্রতিদিন বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।স্থান পরিবর্তন হবে না : প্রশ্্েনর জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বইমেলায় স্থান পরিবর্তন হবে না। বাংলা একাডেমির সঙ্গে সংযোগ রেখেই মেলা হবে। বাংলা একাডেমির দীর্ঘতম স্মৃতি হচ্ছে এই প্রাঙ্গণের মেলা। বাংলা একাডেমির মহাপরিচালক থাকাকালে আমি সর্বোতভাবে চিন্তা করব এখানেই বইমেলা করার।তিনি আরো বলেন, আগামী বছর সোহরাওয়ার্দী উদ্যান সবুজায়নের জন্য আমরা না পেলে সেটা দু-এক বছরের জন্য হতে পারে। অনন্তকালের জন্য তো তা হবে না। যদি আগামী বছর ওখানে আমাদের বইমেলা করতে না দেওয়া হয়, তাহলে অন্য চিন্তা করতে হবে। আমাদের সামনে যে রাস্তা রয়েছে, ১৯৯৩-৯৪ সালে যেভাবে ব্লক করে দিয়েছিলাম, সেভাবে ব্লক করে রাস্তায় পরিমিতভাবে মেলার আয়োজন করতে হবে। তবে বাংলা একাডেমির সঙ্গে সংযোগ রেখেই মেলা হবে।
শিরোনাম
কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বইমেলায় এবার বসছে ৬৩৫ প্রতিষ্ঠানের স্টল
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- ।
- 82
জনপ্রিয় সংবাদ


























