০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় ইউএনও অফিসের সৌন্দর্য বৃদ্ধি করেছে ফুলবাগান

ফুলকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তাই অনেকেই শখের বশে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের বাগান করে থাকেন। তবে, সরকারি অফিস-আদালতে ফুলের বাগান সচরাচর চোখে পড়ে না। তবে কাঁঠালিয়া ইউএনও অফিসে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দর একটি ফুলের বাগান। বসন্তের আগমনে বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। ইউএনও অফিসের সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুলবাগান।
সরেজমিনে দেখা যায়, বাগানটিতে রয়েছে গাঁদা, গোলাপ, ডালিয়া, সালভিয়া, স্যালেসিয়া, ড্যান্টাস, পিটুনিয়া, আস্টার, ইনকাগাদা, জাম্বুগাঁদা, বাগান বিলাস, অ্যাডেনিয়াম, সানফ্লাওয়ার, ক্যালেন্ডোলা, ক্যাভেজসহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফুলগাছ।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এখানে যোগদানের পর থেকেই শখের বশে তিনি এমন সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন। বাগানের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন ইউএনও অফিসে সেবা নিতে আসা বিভিন্ন পেশার মানুষ। অবসর সময়ে তিনি নিজেও বাগানের দেখভাল করেন। বাগান প্রসঙ্গে তিনি বলেন, “ফুল সৌন্দর্যের প্রতীক। অফিসের ফটকে ফুলেল অভ্যর্থনা সেবাদাতা এবং গ্রহীতা উভয়েরই মানসিক প্রশান্তি নিশ্চিত করে। এ কারণেই এই উদ্যোগ নেয়া।”
জনপ্রিয় সংবাদ

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

কাঁঠালিয়ায় ইউএনও অফিসের সৌন্দর্য বৃদ্ধি করেছে ফুলবাগান

আপডেট সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
ফুলকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তাই অনেকেই শখের বশে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের বাগান করে থাকেন। তবে, সরকারি অফিস-আদালতে ফুলের বাগান সচরাচর চোখে পড়ে না। তবে কাঁঠালিয়া ইউএনও অফিসে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দর একটি ফুলের বাগান। বসন্তের আগমনে বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। ইউএনও অফিসের সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুলবাগান।
সরেজমিনে দেখা যায়, বাগানটিতে রয়েছে গাঁদা, গোলাপ, ডালিয়া, সালভিয়া, স্যালেসিয়া, ড্যান্টাস, পিটুনিয়া, আস্টার, ইনকাগাদা, জাম্বুগাঁদা, বাগান বিলাস, অ্যাডেনিয়াম, সানফ্লাওয়ার, ক্যালেন্ডোলা, ক্যাভেজসহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফুলগাছ।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এখানে যোগদানের পর থেকেই শখের বশে তিনি এমন সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন। বাগানের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন ইউএনও অফিসে সেবা নিতে আসা বিভিন্ন পেশার মানুষ। অবসর সময়ে তিনি নিজেও বাগানের দেখভাল করেন। বাগান প্রসঙ্গে তিনি বলেন, “ফুল সৌন্দর্যের প্রতীক। অফিসের ফটকে ফুলেল অভ্যর্থনা সেবাদাতা এবং গ্রহীতা উভয়েরই মানসিক প্রশান্তি নিশ্চিত করে। এ কারণেই এই উদ্যোগ নেয়া।”