০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের সময় তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সামনে বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী সমিতির উদ্যোগে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন তারা। ব্যবসায়ীরা জানান, আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বাণিজ্য মেলা ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে হবে।

বিক্ষোভকালে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ীরা এ বছর মেলা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু হওয়ায় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। ১ জানুয়ারি শুরু করার পরিবর্তে ২১ জানুয়ারি মেলা উদ্বোধন করা হয়। আবার ২৬ জানুয়ারি সামরিক বাহিনীর ম্যারাথন থাকার কারণে ৩০০ ফুট রাস্তা বন্ধ রেখে অনুষ্ঠান করা হয়। এতে ওইদিন কোনো লোকসমাগম মেলায় হয়নি।

প্রতিবছর বাণিজ্য মেলা শেষে একুশে বইমেলা শুরু হয় কিন্তু এ বছর বইমেলা না পিছিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে, যার কারণে লোকসমাগম একেবারেই মেলাতে কম হচ্ছে। বিশ্ব ইজতেমার কারণে মেলায় জনগণ, পর্যটক আসতে পারেনি। এতে মেলার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে অতিমাত্রায় শৈত্যপ্রবাহের কারণে মেলার নির্মাণকাজ সমাপ্ত করতে বিলম্ব হয়। আবার গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় লোকসমাগম কম হচ্ছে। অব্যবস্থাপনার কারণে মেলার বাইরে আরেকটি মেলা দৃশ্যমান হচ্ছে যার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণ কমছে। এ পরিস্থিতিতে লোকসানের হাত থেকে বাঁচতে মেলার সময় তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছেন মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, এবার নির্ধারিত সময়ে বাণিজ্য মেলা শেষ হবে। কোনোভাবেই সময় বাড়ানোর সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মেলার পর্দা নামবে। বাণিজ্য মেলার পরপরই আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস মেলা হবে। এই প্রথম এত বড় ভেন্যুতে এমন আয়োজন হতে যাচ্ছে। এত বড় কর্মযজ্ঞ সম্পাদনের জন্য হাতে সময় খুব কম। তাই বাণিজ্য মেলার সময় কোনোভাবেই বাড়ানো হবে না।

তিনি বলেন, বাণিজ্য মেলা শেষ হওয়ার পর আরেকটি মেলা আয়োজনে হাতে মাত্র এক সপ্তাহ সময় পাওয়া যাবে। এর মধ্যে বাণিজ্য মেলার সব স্টল ভেঙে আবার অন্য মেলার জন্য স্টল তৈরি করা হবে। এসব বিশাল কর্মযজ্ঞ। আর ফার্মাসিউটিক্যালস মেলা আন্তর্জাতিক মেলা হওয়ায় সেটির সময় পেছানোর কোনো সুযোগ নেই।

মেলার সময় বাড়ানোর বিষয়ে মেলার পরিচালক গণমাধ্যমকে বলেন, আপাতত মেলার সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত ছুটির দিন বাদেও আজ থেকে মেলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করেছি। আগামীতে আরো কিছু মেলা আছে। তাই এই মুহূর্তে মেলার সময় বাড়ানো সম্ভব না বলে জানান তিনি।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ

বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের সময় তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সামনে বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী সমিতির উদ্যোগে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন তারা। ব্যবসায়ীরা জানান, আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বাণিজ্য মেলা ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে হবে।

বিক্ষোভকালে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ীরা এ বছর মেলা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু হওয়ায় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। ১ জানুয়ারি শুরু করার পরিবর্তে ২১ জানুয়ারি মেলা উদ্বোধন করা হয়। আবার ২৬ জানুয়ারি সামরিক বাহিনীর ম্যারাথন থাকার কারণে ৩০০ ফুট রাস্তা বন্ধ রেখে অনুষ্ঠান করা হয়। এতে ওইদিন কোনো লোকসমাগম মেলায় হয়নি।

প্রতিবছর বাণিজ্য মেলা শেষে একুশে বইমেলা শুরু হয় কিন্তু এ বছর বইমেলা না পিছিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে, যার কারণে লোকসমাগম একেবারেই মেলাতে কম হচ্ছে। বিশ্ব ইজতেমার কারণে মেলায় জনগণ, পর্যটক আসতে পারেনি। এতে মেলার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে অতিমাত্রায় শৈত্যপ্রবাহের কারণে মেলার নির্মাণকাজ সমাপ্ত করতে বিলম্ব হয়। আবার গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় লোকসমাগম কম হচ্ছে। অব্যবস্থাপনার কারণে মেলার বাইরে আরেকটি মেলা দৃশ্যমান হচ্ছে যার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণ কমছে। এ পরিস্থিতিতে লোকসানের হাত থেকে বাঁচতে মেলার সময় তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছেন মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, এবার নির্ধারিত সময়ে বাণিজ্য মেলা শেষ হবে। কোনোভাবেই সময় বাড়ানোর সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মেলার পর্দা নামবে। বাণিজ্য মেলার পরপরই আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস মেলা হবে। এই প্রথম এত বড় ভেন্যুতে এমন আয়োজন হতে যাচ্ছে। এত বড় কর্মযজ্ঞ সম্পাদনের জন্য হাতে সময় খুব কম। তাই বাণিজ্য মেলার সময় কোনোভাবেই বাড়ানো হবে না।

তিনি বলেন, বাণিজ্য মেলা শেষ হওয়ার পর আরেকটি মেলা আয়োজনে হাতে মাত্র এক সপ্তাহ সময় পাওয়া যাবে। এর মধ্যে বাণিজ্য মেলার সব স্টল ভেঙে আবার অন্য মেলার জন্য স্টল তৈরি করা হবে। এসব বিশাল কর্মযজ্ঞ। আর ফার্মাসিউটিক্যালস মেলা আন্তর্জাতিক মেলা হওয়ায় সেটির সময় পেছানোর কোনো সুযোগ নেই।

মেলার সময় বাড়ানোর বিষয়ে মেলার পরিচালক গণমাধ্যমকে বলেন, আপাতত মেলার সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত ছুটির দিন বাদেও আজ থেকে মেলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করেছি। আগামীতে আরো কিছু মেলা আছে। তাই এই মুহূর্তে মেলার সময় বাড়ানো সম্ভব না বলে জানান তিনি।

 

 

স/মিফা