বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫ টি মোবাইল ছিনিয়ে নিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের মধ্যে অনিক মোদক জানান, গত ২৪ ফেব্রুয়ারি নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুই ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে ৪ জন নারী। পরে নাফাখুম ভ্রমণ শেষে ২৫ ফেব্রুয়ারি ভেলাখুম স্পটে ক্যাম্পিং করেন তারা। ওই দিন রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার দিকে ৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। পরে তাদের সাথে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫ টি মোবাইল ছিনিয়ে নেয়।
২২ সদস্যের পর্যটকদের মধ্যে এক সদস্য জানান, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ৬ সদস্যের সশস্ত্র দলের মধ্যে ১জনের স্বাভাবিক কাপড় ও অপর ৫জনের পরনে ছিল সবুজ পাতার কালার, যেটা সেনাবাহিনীর মত। হাতের পাশে লেখা ছিলো কেএনএফ। এসময় তাদের হাতে ১টা পিস্তল, ৫ টি বন্দুক ও একটি ছুড়ি নিয়ে ভেলাখুমে এসে হানা দেয়। এ সময় পর্যটক সবাইকে এক জায়গায় জড়ো করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে চার নারী পর্যটকদের ব্যাগ থেকে টাকা ছাড়া আর কিছুই নেয়নি। তবে তাদের সাথে থাকা স্থানীয় গাইড তাকে মারধর করা হয়েছে বলে জানিয়েছেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভুক্তভোগীরা কার্যালয়ে এসে জানালে তাদেরকে থানায় যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।























