নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৪ মার্চ ) এ ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র – ছাত্রীদের নিয়ে এ শিক্ষাসফর অনুষ্ঠিত হয়।
প্রতিবছর ফেব্রুয়ারি – মার্চ পাশের মধ্যে যে কোনো দিন এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। নবাগত শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাসফর পরিণত হয় ইংরেজি বিভাগের মিলন মেলায়। এ সময়ে তারা অংশ নেয় বিভিন্ন খেলাধুলায়। অনুষ্ঠানের আয়োজনে বিচক্ষণতার পরিচয় দিয়ে এসব আয়োজনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সোহান।
সরকারি ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান অনুপম কুমার নন্দীর নেতৃত্বে এ শিক্ষাসফরের শুভ সূচনা শুরু হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক সৌমেন বর্মন এবং প্রভাষক সুলভ কুমার।
এ সময়ে অতিথিরা বলেন, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা খুব ই ভদ্র বলে আমরা বিশ্বাসী ছিলাম এবং বারবার এ প্রমাণ তারা দিয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে সমাপ্তি অব্দি নিয়ে যাওয়াই তাদেরকে আনন্তরিক ভাবে ধন্যবাদ। অনেক সময় অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষা সফরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এমন কোনো রেকর্ড নেই।
এ সময়ে বনভোজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আকর্ষণীয় র্যাফল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নাচ গানের মধ্য দিয়ে দিনটাকে তারা স্মরণীয় করে তোলে।


























