গরু চুরির অপবাদ দিয়ে ৮,বছরের শিশুকে গাছের সঙ্গে বেঁধে শিশু নির্যাতন করে এবং সেগুলো ভিডিও করায় মুন্সিগঞ্জের গজারিয়ায় চর বলাকী গ্রাম থেকে দুই জনকে আটক করে থানা পুলিশ।একি দিন দিবাগত রাতে অপর মামলার আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়,মঙ্গলবার(২৬নভেম্বর) দিবাগত রাত হতে বুধবার ভোররাত পর্যন্ত অভিযানে পৃথক এলাকা থেকে দুই ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
গরু চুরির অপবাদে ৮ বছর বয়সী শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের গ্রেপ্তারকৃতরা হলেন
মোজাম্মেল ভূঁইয়া (৩৪) ও সুমন মিয়া (২৬) নামে দুই জন কে গ্রেফতার করে।
গরু চুরির ঘটনায় সুমনের ভাবি জানায়,আমাদের গরু ঘরে ডুকে ছিল ছেলেটায় ওর হাতে একটা ‘দা’ ছিল।গরুকে মশার কয়েল জ্বলিয়ে দিতে গেলে সেখানে ওকে দেখে চিৎকার দিলে বাড়ির কয়েক এসে ওকে আটকায়,পরে এলাকার গন্যমান্য মানুষের নিকট ওকে দিয়ে দেই ওনারা যাতে এর বিচার করে।তবে আমাদের কেউ ওকে মা’র দর করেনি।
ঘটনার ১দিন পর হঠাৎ রাতে পুলিশ গিয়ে আমার দেবর সুমনকে ধরে নিয়ে আসে।আমাদের বাড়িতে চুরি করতে গেলো এখন আবার আমার দেবর কেই পুলিশ ধরে নিয়ে আসল,একটা কোনো বিচার হল!যেখানে আমরা থানায় মামলা করবো গরু চুরির বিষয়ে সেখানে উল্টো আমার দেবর কেই পুলিশ আটক করে নিয়ে আসল।
অপরদিকে ছিনতাইয়ের অভিযোগে ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের ,লিয়ন মিয়া,শুভ প্রধান,হাবিবুর রহমান এবং একি ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে রাইসুল মিয়া গ্রেফতার করা হয়।
পরে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে দুই মামলায় আটক কৃত মোট ৬জনকে আদালতের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।





















