বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবির লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ কবি জসীমউদ্দীন হল ফরিদপুর জেলায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টায় শিক্ষক কর্মচারী ঐক্য জোট, বাংলাদেশ শিক্ষক সমিতি,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ প্রায় দুই হাজার শিক্ষক উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া।
অধ্যাপক শরীফ জাহিদ হোসেন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন মোঃ ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন,ইমরুল কবির জিহাদ প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ শিক্ষক সমিতি, মোঃ নজরুল ইসলাম সাধারন সম্পাদক শিক্ষক কর্মকার কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখা, অধ্যক্ষ সেলিম মোহাম্মদ বদরুদ্দোজা সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা, অধ্যাপক মোঃ শওকত আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা,মোহাম্মদ ইয়াকুব আলী সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা,মোঃ মাহমুদ আল সিদ্দিকী সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা, মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ লেলিন সভাপতি কিন্ডার গার্টেন এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখা।আব্দুস সাত্তার মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখা সহ প্রমুখ।
বক্তারা বেসরকারি শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষকদের নানাবিধ সমস্যার চিত্র তুলে ধরেন।মোঃ নজরুল ইসলাম বলেন বেসরকারী শিক্ষকদের দুর্ভোগ সীমাহীন।তিনি এমপিও ভূক্ত বেসরকারী শিক্ষকদের দুর্ভোগের পাশাপশি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এদেশের অনেক কিন্ডার গার্টেন স্কুলে কোমলমতি শিশুদের জ্ঞানের আলো বিকশিত করে থাকে অথচ সেই কিন্ডার গার্টেন স্কুলের নেই কোন সরকারি স্বীকৃতি,অনুদান কিংবা কোন সুযোগ সুবিধা। শিক্ষকরা নামে মাত্র শিক্ষক হলেও বেতন ভাতা পেয়ে থাকেন স্কুল থেকে। সরকারের কাছে কিন্ডার গার্টেন স্কুলের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের দাবি তুলে ধরেন।বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকরা ভালো থাকে।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের ভূমিকা অগ্রগন্য হবে বলেও তিনি উল্লেখ করেন।
লোকমান হোসেন বলেন শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করার একমাত্র উপায় জাতীয় করন করা।আর এই জাতীয় করন একমাত্র বিএনপি সরকার ছাড়া কারও হাত ধরে সম্ভব না।শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করার একমাত্র উপায় জাতীয় করন করা।আর এই জাতীয় করন একমাত্র বিএনপি সরকার ছাড়া কারও হাত ধরে সম্ভব না।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন,শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই প্রধান্য দিতে হবে। শিক্ষকের জীবন মান ও বৈষম্য দূরীকরন সহ শিক্ষার্থীদের নিয়েও চিন্তা রয়েছে বিএনপি সরকারের।তিনি আরও বলেন,বিগত সরকারের আমলে আপনাদের উপর যে বৈষম্য প্রভাব দেখানো হয়েছে তা নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
সবশেষে তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী ও একটি উন্নয়নশীল দূর্নীতি মুক্ত দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা নেয়ার আহব্বান জানান।
শিরোনাম
শিক্ষক কর্মচারী ঐক্য জোট” ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
ফরিদপুর সদরপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- ।
- 244
জনপ্রিয় সংবাদ






















