জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পৌরসভার বালিজুড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকতা শাহাদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহ, খাদ্য গুদামের ওসিএলএসডি শামীমা নাসরীন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
ওসিএলএসডি শামীমা নাসরীন জানান, চলতি মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১০২৭ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে ৩৬১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।






















