মহান বিজয় দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উদ্যোগে বিজয় বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়েছে। সোমবার সকালে রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চেঙ্গী স্কয়ারে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথৈায়াই মারমা নেতৃত্বে এই বিজয় রেলি বের হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মনু মারমা, মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী চিংহ্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রুইম্রোসাই মারমা, জেলা শাখা সহ সাংগঠনিক সম্পাদক উক্যনু মারমাসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতা সাথে কথা বলে জানা গেছে, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে এবং গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবসটি খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উপজেলা শাখার নেতা কর্মীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মত্যাগের কথা, যাদের ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল তাদের প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্বা জানিয়েছেন।






















