পর্যটক মুখরিত কক্সবাজারের ঐতিহ্যবাহি বার্মিজ মার্কেট। স্বস্তিতে বার্মিজ মার্কেট ব্যবসায়ীরা। বেচা বিক্রি ভালো হওয়ায় বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন দোকান মালিকরা।
২৪ ডিসেম্বর, মঙ্গলবার সরজমিনে দেখা যায় কক্সবাজারের ঐতিহ্যবাহি বার্মিজ মার্কেট, উমে বার্মিজ মার্কেট, আলোছায়া বার্মিজ মার্কেট, সৌদিয়া বার্মিজ মার্কেট, বানুপ্লাজা, দুবাই বার্মিজ মার্কেট, জে এন প্লাজা, আলমাস, আবু সেন্টার, সৈকত টাওয়ার, করিম বার্মিজ মার্কেটে ঘুরে দেখায় যায়, দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটক মুখরিত বার্মিজ মার্কেটের প্রতিটি দোকানে সখেরপণ্য কেনাকাটায় ব্যস্ত।
কথা হয় ঢাকার উত্তরা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা ফজল করিম চৌধুরীর সাথে তিনি বলেন, শীত মৌসুমে বিশেষ করে ডিসেম্বরে ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়। তাদের আবদার থাকে বছরের কয়েকটা দিন বেড়াতে নিয়ে আসা। গত বছর গিয়েছিলাম কলকাতা বর্তমান পরিস্থিতিতে ওখানে যাওয়াটা বেটার মনে করিনি। তাই স্ব পরিবারে কক্সবাজার চলে আসলাম। কল্পনাতীত এতো পর্যটক কক্সবাজারে। খুব ভালো লেগেছে আজই ফিরে যাবো ঢাকায়, তাই এসেছি প্রযোজনিয় টুকটাক সখের কিছু কেনাকাটা করছি।
সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আসা রফিক মাহমুদ বলেন, অনেকিছু শপিং করেছি গত তিন দিনে, প্রতিদিন দিনের বেলায় কক্সবাজারের বিভিন্ন দর্শনিয় স্হান ঘুরে সন্ধ্যায় বার্মিজ মার্কেটে চলে আসি। দেখেশুনে শপিং করি এটাওটা। সন্ধ্যায় মার্কেট জমে ভালো। একটা জিনিস ভালো লেগেছে, বার্মিজ মার্কেটে শুধু বার্মিজ পণ্য নয়, দেশি-বিদেশি নানান পণ্য পাওয়া যায়। পাওয়ায় শামুক ঝিনুকের পণ্য থেকে নানান রকমের শুঁটকি মাছের দোকান। পর্যটকরা বার্মিজ মার্কেটে এলে অন্যকোথাও আর দৌড়াতে হয় না।
উমে বার্মিজ মার্কেটের পুরাতন ব্যবসায়ী মাচেনু রাখাইন বলেন, সারা বছরই টুকটাক বেচা বিক্রি হয় কোন রকম চলতে পারি। অপেক্ষা করি শীত মৌসুমের জন্য এই সময়ে মানুষ বেড়াতে আসে বেশি। সত্যি বলতে কি বিগত বছর গুলোর চাইতে এবছর পর্যটক বেশি। অনেক মানুষ ভিড় করছেন দেখছেন, কেনাকাটা করছেন। ব্যস্তসময় পার করছি।
দুবাই বার্মিজ মার্কেটের মংপ্রু রাখাইন বলেন, প্রচুর পর্যটক এসেছে কক্সবাজারে আমাদের বেচা বিক্রি ও ভালো হচ্ছে। বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবো বলে মনে করছি। দেশের এমন পরিস্থিতি বজায় থাকলে জানুয়ারি, ফ্রেবুয়ারী মাস পযন্ত আশা করি এমন থাকবে।
বৃহত্তর বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জুনাইদ আহম্মেদ বলেন, অন্যন্য বছরের তুলনায় এবছর সিজন ভালো, লোক সমাগম বেচা বিক্রি ভালো। ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। গত কয়েক বছর ধরে রাস্তার উন্নয়নের কারণে রাস্তা বন্ধ ছিলো। বার্মিজ মার্কেটে আসার সকল রাস্তা উম্মূক্ত অবাদে পর্যটক আসতে পারছে। সপ্তাহের একটি দিন মঙ্গলবার বার্মিজ মার্কেটের সাপ্তাহিক ছুটি ছিলো। পর্যটকদের সুবিধার্থে ছুটির দিনে ও দোকান খোলা রেখেছি। পর্যটকরা যেন অবাদে পরিদর্শন ও কেনা কাটা করতে পারে।






















